রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এর প্রশ্ন উত্তর জানারউপায়।

১) RAC বলতে কী বোঝায়?
উত্তরঃ খাদ্যবস্তুকে ঠান্ডা রাখা এবং লোকজন আরাম বোধ করার পদ্ধতিকে RAC বলে ।

২) RAC এর পূর্নরূপ লেখ ।
উত্তরঃ refrigeration and air conditioning

৩) রেফ্রিজারেশন কাকে বলে বা কি ?
উত্তরঃ রেফিজারেশন অর্থ হিমায়ন বা ঠান্ডাকরণ বা শীতলীকরণ পদ্ধতি। অর্থাৎ কোন বস্তু বা আবদ্ধ স্থানের তাপ সরিয়ে বা তাপমাত্রা কমিয়ে রাখার কৌশল দিয়ে রেফ্রিজারেশন পদ্ধতি বলে।

৪) এয়ারকন্ডিশনিং কাকে বলে বা কি?
উত্তরঃ কোন আবদ্ধ কক্ষ বা স্থানে বাতাসের তাপমাত্রা, বাতাসের আদ্রতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ধুলাবালি পরিষ্কার, রোগ মুক্তকরণ ও বাতাস আদান-প্রদানের মাধ্যমে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার পদ্ধতিকে এয়ারকন্ডিশনিং বলে।

৫) রেফ্রিজারেটর কি বা কাকে বলে?
উত্তরঃ রেফ্রিজারেটর অর্থ শীতক বা শীতল করার যন্ত্র। অর্থাৎ রেফ্রিজারেশন সাইকেল ব্যবহার করে খাদ্যবস্তু সংরক্ষণ বা জমা রেখে শীতলায়ন বা ঠান্ডাকরণ প্রক্রিয়ার বস্তুকে রেফ্রিজারেটর বলে।

৬) ওয়ার্কশপ সব কাকে বলে বা কি?
উত্তরঃ কাজ সম্পাদন করার উপযোগী নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রিত কর্মক্ষেত্রকে ওয়ার্কশপ বলে।

৭) ওয়ার্কশপ নিরাপত্তা বলতে কি বুঝায়?
উত্তরঃ ওয়ার্কসপ এ প্রবেশ হতে শুরু করে সকল প্রকার কাজ শেষ করার পর পর্যন্ত কতগুলো প্রীতি নির্দেশ মেনে চলতে হয় । ওই বিধিনিষেধ গুলো পালন করাকে ওয়াকসপ নিরাপত্তা বলে।

৮) প্রাথমিক চিকিৎসা কাকে বলে?
অথবা Aid Box কী?

উত্তরঃ দুর্ঘটনা সংঘটিত হবার পর তাৎক্ষণিকভাবে যে সেবা ব্যবস্থাদি দেয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

৯) তাপ বলতে কি বুঝায়?
উত্তরঃ যে বাহিক শক্তির কারণে একটি বস্তু গরম এবং যার উপস্থিতিতে কোনো বস্তু ঠান্ডা মনে হয় তাকে তাপ বলে।

১০) মানবদেহের আপেক্ষিক তাপ কত?
উত্তরঃ হিমাঙ্কের উদ্দে 3.47 কিলো – জুল/ কেজি

About Post Author

Related posts