জবের উদ্দেশঃ কপার টিউব বাছাই, টিউব কাটার এর মধ্যে স্থাপন, টিউব কাটার দ্বারা টিউব কাটা সম্পর্কে জ্ঞান অর্জন করা এ কাজের উদ্দেশ্য।
প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি
১) কপার টিউব কয়েল
২) স্টিল রুল/স্টিল ট্যাপ
৩) টিউব বেন্ডার
৪) টিউব কাটার ইত্যাদি।
কাজের ধাপ
কপার টিউব কোয়েলকে বেল্ডার এর সাহায্যে সোজা করে নির্দিষ্ট পরিমাণ মাপ নেওয়ার স্কাইবার দিয়ে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর টিউব কাটার টিউবের বসিয়ে আস্তে করে ব্লেড বসাতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্লেডটি ধারালো থাকার কারণে টিউবের মধ্যে বসে না যায়। টিউব কাটার এর ব্লেড আস্তে আস্তে ঘুরাতে হবে এবং কাটছে কি না তা দেখতে হবে। টিউব যাতে বাঁকা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
সতর্কতা সমূহ
১) ওয়ার্ক শপের সকল নিয়মকানুন পালন করা।
২) সকল যন্ত্রপাতি যত্নসহকারে ব্যবহার ভালোভাবে জানা।
৩) টিউব কে সঠিক ভাবে সোজা করা।
৪) টিউব কাটারের ব্লেড যেন টিউবের মধ্যে চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা।
মন্তব্য
উক্ত কাজটি সকল নিরাপত্তা ও সঠিক নিয়মে কপার টিউব কাটা জানতে পারলাম, যা বাস্তব জীবনে কাজে আসবে।