জবের উদ্দেশ্য
কপার টিউব, ফ্লায়ারিং ভাইস বাছাই, ফ্লায়ারিং ভাইসে টিউব বসিয়ে ইয়ো কে স্থাপন করে জ্ঞান অর্জন করা এ কাজের উদ্দেশ্য।
প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি
১) ফ্লায়ারিং টুলস সেট (বিভিন্ন সাইজের)
২) কপার টিউব
৩) হ্যামার
৪) নিপল নাট
৫) লং নোজ প্লায়ার্স ইত্যাদি।
কাজের ধাপ
নির্দিষ্ট সাইজের কপার টিউব ফ্লায়ারিং ভাইসের ছিদ্রের মধ্যে কপার টিউব বসাতে হবে। ইয়ক বা পাঞ্চ টাইপ স্পিনার টিউব এর মুখে সঠিকভাবে বসতে হবে। ইয়ক হ্যান্ডেল বা পাঞ্চ টাইপ স্পিনার হ্যান্ডেল আস্তে আস্তে হবে এবং ফ্লায়ারিং কাজ সম্পূর্ণ হবে। ফ্লায়ারিং করার সময় লক্ষ্য রাখতে হবে যেন টিউব বা বাকা ফেটে না যায়।
সতর্কতাঃ সমূহ
১) ওয়ার্কশপের এর সকল নিয়ম কানুন পালন করা।
২) সকল যন্ত্রপাতির ব্যবহার ভালোভাবে জানা।
৩) সকল যন্ত্রপাতি যন্ত্র করা।
৪) ফ্লায়ারিং করার সময় টিউব যেন ফেটে না যায় সেদিকে লক্ষ্য রাখা।
৫) ফ্লায়ারিং টুলসকে এক সাথে চাপ দেওয়া যাবে না বরং এক প্যাঁচ দিয়ে আবার লুজ করতে হবে।
মন্তব্য
উক্ত কাজটি সকল নিরাপত্তা ও সঠিক নিয়মে কপার টিউব কে ভাইসে স্হাপন করে চাপ প্রয়োগ করে নিপল নাট স্হাপন করে জোড়া দেয়া জানতে পারলাম। যা বাস্তব জীবনে কাজে আসবে।