আসসালামু আলাইকুম জানার উপায় ওয়েবসাইট এ জানা অজানা কিছু তথ্য নিয়ে হাজির হলাম আজ
জেনে রাখা ভালো
১ সিএফটি = ১ ফুট (এক কথা)
১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট
১২ পাঠ = ১ ইঞ্চি
১২ ইঞ্চি = ১ ফুট
এখন আপনি ১ সিএফটি কাঠ কি ভাবে বাহির করবেন সুত্রঃ ১। দৈঘ্য (ফুট)*প্রস্থ(ইঞ্চি)*থিকনেস্থ(ইঞ্চি)*সংখ্যা/১৪৪ = সিএফটি। ব্যাখ্যাঃ পাশ (১২ ইঞ্চি) * পুরুত্ব (২ ইঞ্চি) * উচ্চতা (৬ফুট বা ৭২ ইঞ্চি ) ( উচ্চতার ক্ষেএে এখানে হিসাবে ফুট আসবে মনে রাখবেন) = ১৪৪ পাঠ বা ১ ফুট বা ১ সিএফটি । অথবা, ১৪৪পাঠ * ১২ইঞ্চি = ১৭২৮ ইঞ্চি= ১ ফুট বা ১ সিএফটি
উদাহারন
যেমন একটি দরজার মাপ হলো পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা ৮১.৫ ইঞ্চি আর পুরুত্ব হলো ১.৭৫ ইঞ্চি। এখন এটার সিএফটি হিসেবে কতটুকু হবে?
সমাধান
প্রশ্ন মতে, পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা ৮১.৫ ইঞ্চি আর পুরুত্ব হলো ১.৭৫ ইঞ্চি
এখন, সুত্র মতে দৈঘ্য (ফুট) x প্রস্থ(ইঞ্চি) x থিকনেস্থ(ইঞ্চি) x সংখ্যা/১৪৪ = সিএফটি
=>পাশে ৩৭ (ইঞ্চি) x পুরুত্ব ১.৫ (ইঞ্চি) x উচ্চতা ৬.৮০ (ফুট বা ৮১.৫ ইঞ্চি )
=> ৩৭৭.৪ পাঠ ( আমরা জানি, ১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট,)
সুতারাং ৩৭৭.৪ ÷ ১৪৪
=> ২.৬৩ (প্রায়) ফুট বা সিএফটি ।
গোল কাঠের হিসাব
গোল কাঠের হিসাবের সুত্রঃ {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT
উদাহারন মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৫ ফুট ও লম্বা ৬ ফুট হলে কাঠটি কত CFT?
সমাধান
সুত্র মতে- {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬= CFT
=> {(৫x৫)x ৬}÷১৬
=> {২৫x৬}÷১৬
=> ১৫০÷১৬
=> ৯.৩৮ প্রায় CFT