বর্ষায় বৃদ্ধি পাচ্ছে ব্রণ? ব্রণের হাত থেকে মুক্তি পাওয়া উপায়

বর্ষাকাল তবে বেশ কিছু দিন ধরে সেভাবে হচ্ছে না বৃষ্টি। কিন্তু সামনেই আবার আকাশ কালো করে শুরু হবে মুষুলধারে। বছরের সব থেকে সুন্দর এই ঋতু রূপচর্চায় বেশ সমস্যা নিয়ে আসে। কারণ বর্ষা মানেই নানা রকম ইনফেকশন। বিশেষ করে ব্রণর সমস্যা এই সময় অনেকটাই বেড়ে যায়। কী ভাবে বর্ষায় ব্রণের হাত থেকে মুক্তি পাবেন, জেনে নিন।
নোংরা ধুলোবালি ত্বকে লেগেই ব্রণ হয় আমাদের । তাই আপনার ত্বকে মানায় এমন ক্লিনজার বেছে নিন। দিনে দুইবার করে মুখে পরিষ্কার করুন। তবে বারবার মুখ না ধোয়াই ভাল আমাদের।

আকাশ মেঘে ঢাকা থাকলেও দিনের বেলা বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। প্রতি দুই ঘণ্টা পর সানস্ক্রিন লাগানো উচিত।
মুখের জন্য সঠিক ময়শ্চারাইজার বেছে নেয়া জরুরি। ত্বক শুকিয়ে গেলেও ব্রণ হতে পারে। তাই জেল বেসড ময়শ্চারাইজার বর্ষায় ব্যবহার করুন।
বর্ষায় ত্বকে সিরাম লাগালেও ভাল কাজ হয়। টি ট্রি অয়েল আছে এমন সিরাম ময়শ্চারাইজারের আগে মুখে লাগিয়ে নিতে পারেন। সিরাম আপনার ত্বককে ব্যাকটেরিয়ার থেকে বাঁচাবে।
হাতে নানা ধরনের ময়লা থাকে। তাই বারবার মুখে হাত দেবেন না। হাতের ময়লা মুখে লেগে ব্রণ হতে পারে।

Table of Contents

About Post Author

Related posts