লেখা পিকচার কষ্টের
আজ হলো আমার সেই দিন, সুখ পেলাম যত!
আজ হলো আমার সেই দিন,বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে,আপন হলো পর!
আজকের এই দিনে,ভাঙলো এই অন্তর!
কষ্ট বুকে চেপে একলা থাকি আমি,
কান্নার নোনাজল অধরে মাখি আমি,
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে আমার,
আয় না ফিরে তুই আমারি বুকে
যদি কর সুখের আশা করিও না R’ভালবাসা’
ভালবাসা অতি “কষ্ট,এতে হয় জিবন “নষ্ট,
ভালবাসার শেষ “ফল” বুকে বেথ্যা চোখে ‘জল
হায়রে ভালবাসা amar
ভেবে ছিলাম তুমি কতো আপন আমার
ভেবেছি পাশে থাকবে সারা জীবন আমার
কেন তুমি ভাঙলে এ মন
ভাবিনি কখনো করবে এমন
তারপরও তুমি আমার জীবন
আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম
বৃষ্টিতে ভিজে গেলো
আকাশে লিখলাম
আকাশ মেঘে ঢেকে গেলো
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে হাইরে কপাল
লেখা পিকচার কষ্টের
চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি
কারন কি জানেন
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানো কতটা কষ্টকর.সাথি হারা জীবন
আজ না খুবএকা একা লাগছে চোখের
সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া
যায় না কেন এমন হয় বলোতো
valobasha বুঝি শুধু কষ্ট দিতেই জানে
তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও kosto হয়
kosto দাও তবে এতো বেশি দিয়ো না
যা সইবার ক্ষমতা আমার নাই
dukkho দাও তবে এতো বেশি দিয়ো না
যা বইবার ক্ষমতা আমার নাই
আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে
লেখা পিকচার কষ্টের
কখনো জানতে চাওনী কেমন আছি
দুরে থাকি বলে ভাবছ ভুলেই গেছি
ভাবছ আমি অন্য কাওকে নিয়ে ভাবি
সবি যদি বুঝ তাহলে কেন বুঝনা
আমি তোমায় কতটা মিস করি