Modem এর কাজ কী? মডেম এর ব্যবহার

Modem এর কাজ কী? মডেম এর ব্যবহার

Modem (মডেম) এর পূর্ণ নাম হলো Modulation demodulation অতএব বলা যায় যে Modem হলো Modulation demodulation Device, যার মাধ্যমে কোনো ডাটাকে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়

মডেম কিভাবে কাজ করে জানার উপায়?

মডেম কিভাবে কাজ করে তা জানতে হলে আগে জানতে হবে Modulation ও Demodulation কী ? তাহলে আগে Modulation & Demodulation নিয়ে আলোচনা করা যায়

Modulation: Modulation হলো ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগনালে রূপান্তর করার প্রক্রিয়া

Demodulation: Demodulation হলো modulate কৃত অ্যানালগ সিগনালকে ডিজিটাল ডাটাতে রূপান্তর করার প্রক্রিয়া

মডেমের কাজের প্রক্রিয়া: একজন user যখন ডিজিটাল সংকেতের মাধ্যমে কোনো নির্দেশ প্রদান করে তখন তা modulate হয়ে server এ নক করে তখন server থেকে প্রক্রিয়াকরণের পর demodulate হয়ে user কে প্রদর্শন করে

Modem এর কাজ ও সুবিধা

মডেম হলো একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।

মডেম মূলত দু’টি কার্য সম্পাদন করে থাকে।প্রথমত,Modulation কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সংকেতকে Analog সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে এবং Demodulation অংশ রূপান্তরিত Analog সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে পুনরায় অন্য কম্পিউটারে প্রেরণ করে।এভাবেই দুটি কম্পিউটারের মধ্যে Modem এর সাহায্যে যোগাযোগ স্থাপন করা যায়। মূলত,এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। জানার উপায় ডটকম

মডেম কি ধরনের ডিভাইস জানতে চাই,কম্পিউটার মডেম কি জানতে চাই,modem এর সুবিধা কি জানার উপায়,মডেম কি ict,মডেমের ব্যবহার কেমন,কম্পিউটার মডেম কি কি,

About Post Author

Related posts