নামাজের এসএমএস ২০২১
নতুন আশা নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগে আমার ভালো।
সকলকে জুম্মা মোবারক
জীবন সাজাই নামায দিয়ে,
মন সাজাই ঈমান দিয়ে,
শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,
R বন্ধু বানাই নামাজের দাওয়াত দিয়ে
প্রেমের প্রপোজ করার এস এম এস, পিকচার, ছবি, পিক
জুম্মা মোবারাক
আসছে একটা রাত
নাম তার কি জানো শবেবরাত ।
তুলবো আমরা দু হাত।
করব আমরা মোনাজাত।
আল্লাহ করবে গুনা মাফ।
তোমাকে দিলাম দাওয়াত।
পালন করব শবেবরাত
১ ২ ৩ আসছে রোজার দিন ।
৪ ৫ ৬ রোজা রাখতে কিসের ভয় ।
৭ ৮ ৯ খারাপ কাজ R নয় ।
১০ ১১ ১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়
আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
হে মুমিনগন, জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর, এবং কেনাবেচা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝো।
সে ব্যক্তি মুমিন নয়,যে নিজে তৃপ্তি সহকারে আহার করে,অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।
(আল হাদিস)
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
R মিথ্যা মানুষের হায়াৎ কমিয়ে দেয়।
হযরত মুহাম্মদ (সাঃ)
মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদতো।
__হযরত মুহাম্মদ (সাঃ)
এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
__হযরত মুহাম্মদ (সাঃ)
নামাজের এসএমএস ২০২১, জুমা মোবারক sms 2021
ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। জানার উপায় ডট কম
__হযরত মুহাম্মদ (সাঃ)
জুমআর দিনের ছন্দ, জুমার sms 2021, জুম্মার নামায নিয়ে এসএমএস, জুম্মার ছন্দ ২০২১, জুম্মা মোবারক, জুম্মা নামাজের এস এম এস ২০২১, জুম্মা মোবারক sms 2021, জুম্মা মুবারক sms, জুম্মা মোবারক স্ট্যাটাস, নামাজের এস এম এস,ইসলামিক উপদেশ এসএমএস, ইসলামিক এস এম এস ২০২১, জুম্মার পিক ২০২১, জুম্মা মোবারক উক্তি, জুমা মোবারক ছবি ২০২১, জুম্মার দিনকে দিয়ে কবিতা,
আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না এবং তা বিচারকদেরকে (ঘুষ হিসেবে) প্রদান করো না। যাতে মানুষের সম্পদের কোন অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার।
|সূরা আল-বাকারাহ, ২ঃ১৮৮|
আমরা যারা নির্জনে, সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হই। যারা ইন্টারনেটের অবাধ দুনিয়ায় কোন রকম বাছবিচার না করে বিচরণ করি।
যারা নিজেদের কামনা বাসনার কাছে বন্দী,নফসের কাছে পরাজিত। যারা এক ক্লিকেই অশ্লীলতার জগতে হারিয়ে যাই, তাদের জন্য রীতিমত ভয়ংকর একটা হাদিসঃ
রাসূলুল্লাহ বলেন, ‘আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।
তিনﷺ বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
কিন্তু, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব।