প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে জানারউপায় টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের বাংলা ২য় পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে
এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
১) কমার আরেক নাম কী?
mcq উত্তরমালাঃ পাদচ্ছেদ
২) মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
mcq উত্তরমালাঃ মনস্+ঈষা
৩) তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কিসের উদাহরণ?
mcq উত্তরমালাঃ পরোক্ষ উক্তির
৪) রোগ হলে ওষুধ খাবে কোন কালের অনুজ্ঞা?
mcq উত্তরমালাঃ ভবিষ্যৎ কাল
৫) সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ হয় না?
mcq উত্তরমালাঃসাৎ
৬) কাটিতে কাটিতে ধান এল বরষা এ বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
mcq উত্তরমালাঃ নিরন্তরতা
৭) মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
mcq উত্তরমালাঃ মহা + ইমন
৮)হেরঐ দুয়ারে দাঁড়িয়ে কে? বাক্য ‘হের’ কোন ধাতু?
mcq উত্তরমালাঃ অজ্ঞাত মূল
৯) সত্য পথে থেকে সত্য কথা বল এ বাক্য সত্য কোন পদ ?
mcq উত্তরমালাঃ বিশেষণ
১০) এক এককে চার ভাগের এক ভাগকে বলা হয়?
mcq উত্তরমালাঃ চৌথা
১১) মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
mcq উত্তরমালাঃমহান যে কীর্তি
১২) কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
mcq উত্তরমালাঃ সতীন
১৩) সন্ধ্যায় সূর্য অস্ত যায় বাক্যটি কোন কালের উদাহরণ?
mcq উত্তরমালাঃ সাধারণ বর্তমান
১৪) কোনটি দেশি শব্দ?
mcq উত্তরমালাঃ ঢেঁকি
১৫) পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য?
mcq উত্তরমালাঃ ইচ্ছাসূচক
১৬) সীমার মাঝে অসীম তুমি ব্যাক মাঝে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
mcq উত্তরমালাঃ ব্যাপ্তি অর্থে
১৭) আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?
mcq উত্তরমালাঃ অবনি
১৮) এ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোন অংশে পাওয়া যায়?
mcq উত্তরমালাঃ শেষে
১৯) ধাতুর গণ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
mcq উত্তরমালাঃ ২টি
২০), ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
mcq উত্তরমালাঃ ধ্বনিতত্ত্ব
২১)হিসাবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে –এ বাক্য গরমিল শব্দের ‘গর’ কোন উপসর্গ
mcq উত্তরমালাঃআরবি
২২) জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে সাধনায় কোন কারকের উদাহরণ?
mcq উত্তরমালাঃ করণ
২৩) তুমি বাড়ী যাবে না আমি যাব না কি অর্থে ব্যবহৃত হয়েছে?
mcq উত্তরমালাঃ বিকল্পার্থে
২৪) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন বাক্যর উদাহরণ?
mcq উত্তরমালাঃ সরলবাক্য
২৫) থেকে থেকে শিশুটি কাঁদছে এখানে থেকে থেকে দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
mcq উত্তরমালাঃ আধিক্য
২৬) বিদ্বান কে সকলেই আদর করে এটি কোন বাক্য?
mcq উত্তরমালাঃ কর্মবাচ্য
২৭) স্কুল> ইস্কুল পরিবর্তন প্রক্রিয়া নাম কি?
mcq উত্তরমালাঃ আদি স্বরাগম
২৮) সেইটেই ছিল আমার প্রিয় কলম –এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কি প্রকাশ পেয়েছে?
mcq উত্তরমালাঃ নিদিষ্টতা
২৯) নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
mcq উত্তরমালাঃ পন্ষ্কজ
৩০) শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে হয়ে থাকে। এ বাক্য কোন ক্রিয়া ব্যবহার হয়েছে?
mcq উত্তরমালাঃ মিশ্র ক্রিয়া
সকল শিক্ষা বোর্ডের নাম সমূহঃ ঢাকা বোর্ড,কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড,ময়মনসিংহ বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড,
সেট ক খ গ ঘ
ঢাকা বোর্ড 2020 MCQ উত্তর মালা বাংলা ২য় পত্র,
ssc mcq উত্তরমালা 2020, ssc mcq এস এস সি উত্তর মালা ২০২০, এস এস সি পরিক্ষা ২০২০ এর উত্তর মালা, এস.এস.সি পরিক্ষা ২০২০ এর উত্তর মালা – ইংরেজি ২য় পত্র, বাংলা ২য় পত্র উত্তর মালা 2020 mcq, বাংলা ২য় পত্র উত্তর মালা ২০২০, www s s c mcq বাংলা ২য়, বাংলা ২য় উত্তর নৈব্যত্তিক ssc 2020, ssc mcq 2020,এম.সি.কিউ বাংলা ২য় পত্র উত্তর মালা ssc,ssc 2020 ইংরেজি ১ম পত্র mcq, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান ২০২০