প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে জানারউপায় টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের বাংলা ২য় পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে
এস.এস.সি. পরীক্ষা-২০২০
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
সেট ক
তাং ০৪-০২-২০২০
বহুনির্বাচনি অভীক্ষা
১। কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরমালাঃ (খ) অজপাড়া গাঁয়ের অজমূর্খ
২। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
উত্তর মালাঃ (খ) পিচাশ
৩। ‘আমার পড়তে হচ্ছে’-বাক্যটি কোন বাচ্য?
উত্তরমালাঃ (গ) ভাববাচ্য
৪। অন্যায় কাজ করোনো-বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করেছে?
উত্তর: (ক) নির্দেশক ভাব
৫। ‘লিখ’ আদিগণের সদস্য কোনটি?
উত্তরমালাঃ (খ) চিন্
৬। যে সকল ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদেরকে বলে-
উত্তরমালাঃ (ক) অজ্ঞতমূল ধাতু
৭। তব, তব, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কেমন উচ্চারণ হয়?
উত্তরমালাঃ (ক) সংবৃত
৮। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ (খ) ভবিষ্যৎ
৯। প্রত্যয় উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে কী হবে?
উত্তরমালাঃ (গ) পরদিন
১০। ‘দৌহিত্র’ শব্দটি অর্থগতভাবে-
উত্তরমালাঃ (খ) যৌগিক শব্দ
১১। কোন শব্দটি আ + এ = ঐ নিয়মে সাধিত সন্ধি?
উত্তরমালাঃ (ক) জনৈক
১২। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত শব্দ?
উত্তরমালাঃ (ক) পতঞ্জলি
১৩। সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
উত্তরমালাঃ (গ) গুণবাচক বিশেষ্য
১৪। কোনটি ‘অলক’ শব্দের প্রতিশব্দ?
উত্তরমালাঃ (গ) চিকুর
১৫। কোন শব্দগুচ্ছটির প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ (গ) কুল, সকল, সব, সমূহ
১৬। কোনগুলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
উত্তরমালাঃ (গ) যদি, যেন
১৭। মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা যথাক্রমে-
উত্তরমালাঃ (গ) ১০, ৮, ৩২
১৮। উচ্চারণ স্থানানুযায়ী র, ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
উত্তরমালাঃ (ঘ) তাড়নজাত
১৯। ‘চাবি’ কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরমালাঃ (ঘ) পর্তুগিজ
২০। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?
উত্তরমালাঃ (গ) তদ্ভব
২১। স্বরভক্তির অপর নাম কী?
উত্তরমালাঃ (খ) বিপ্রকর্ষ
২২। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
উত্তরমালাঃ (গ) অসমীকরণ
২৩। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
উত্তরমালাঃ (খ) দাদি
২৪। ণত্ব-ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ (ক) তৎসম
২৫। আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়?
উত্তরমালাঃ (ঘ) অনুজ্ঞা
২৬। ‘সূর্য’ উঠলে আধার দূরীভূত হয়-
বাক্যে ‘উঠলে’ কোন ক্রিয়া?
উত্তরমালাঃ (খ) অসমাপিকা
২৭। ‘বিশ্বনবি’ কোন ধরনের বিশেষ্য?
উত্তরমালাঃ (ক) সংজ্ঞাবাচক
২৮। ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তরমালাঃ (গ) মুখ চন্দ্রের ন্যায়
২৯। সুতি কাপড় অনেক দিন টেকে-কোন বাচ্যের উপদাহরণ?
উত্তরমালাঃ (ঘ) কর্মকর্তৃবাচ্য
৩০। যে নারীর সন্তান বাঁচে না-এক কথায় কী হবে?
উত্তরমালাঃ (ঘ) মৃতবৎসা
সকল শিক্ষা বোর্ডের নাম সমূহঃ ঢাকা বোর্ড,কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড,ময়মনসিংহ বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড,
সেট ক খ গ ঘ
চট্টগ্রাম বোর্ড 2020 MCQ উত্তর মালা বাংলা ২য় পত্র,
ssc mcq উত্তরমালা 2020, চট্টগ্রাম বোর্ড ssc mcq এস এস সি উত্তর মালা ২০২০, এস এস সি পরিক্ষা ২০২০ এর উত্তর মালা, বাংলা ২য় পত্র উত্তর মালা 2020 mcq চট্টগ্রাম বোর্ড, বাংলা ২য় পত্র উত্তর মালা ২০২০, www s s c mcq বাংলা ২য়, বাংলা ২য় উত্তর নৈব্যত্তিক ssc 2020, ssc mcq 2020,এম.সি.কিউ বাংলা ২য় পত্র উত্তর মালা ssc, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সমাধান ২০২০ চট্টগ্রাম বোর্ড