প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা তোমরা সবাই কেমন আছো। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে R কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে Janar upay টিমের উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে জানারউপায় ডটকম এ। তোমাদের আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের উত্তরমালা দেওয়া হবে
এস.এস.সি. পরীক্ষা-২০২০ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা
সেট গ রাজশাহি বোর্ড
১)ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর কে কি বলে?
উত্তর: (খ) ফন্ট
২)স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি?
উত্তর: (ঘ) A1*B1
৩) কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিল যোগ করার কমান্ড কোনটি?
উত্তর: (ক) insert-table- insert table
৪) সেইভ এ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়?
উত্তর: (গ) একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষন করা
৫) উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তর: (ক) পাওয়ারপয়েন্ট
৬) উক্ত সফটওয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে–
উত্তর: (ক) i ও ii
৭) ডাটাবেজ অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি
উত্তর: (খ) নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে Home-Delete-yes
৮) Field size এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
উত্তর: (ক) Field size
৯) প্রজেন্টেশনে স্লাইড প্রদর্শন এ কিবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: (খ) F5
১০) ডেটাবেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো—
উত্তর: (ঘ) i, ii, iii
১১) ডাটাবেজ সফটওয়্যার এ তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে?
উত্তর: (ক) রিপোর্ট
১২) পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কি বলে ?
উত্তর: (গ) স্ট্রোক
১৩) ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন—
উত্তর: (ঘ) i, ii, iii
১৪) ভিডিও কার্যত এক ধরনের কি?
উত্তর: (খ) চিত্র
১৫) কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: (ক) ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্রাগমেন্টার
১৬) উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন—
উত্তর: (খ) i, ii
১৭) রাইয়ান সাহেবের মূল্য পরিশোধর পদ্ধতি কোনটি?
উত্তর: (গ) Cod
১৮) ডেটাবেজ প্রোগ্রাম হল–
উত্তর: (ঘ) i, ii, iii
১৯) কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়?
উত্তর: (গ) সিডি
২০) কম্পিউটারে not Enough memory মেসেজ দেখালে সমাধানের উপায় কি?
উত্তর: (গ) মাদারবোর্ড এ অধিক রাম ব্যবহার করতে হবে
২১)আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়?
উত্তর: (খ)শিক্ষককে
২২) কিন্ডল (kindle) কী?
উত্তর: (গ)ই-বুক রিডারের নাম
২৩) ই গভর্নেন্স চালুর ফলে—
উত্তর: (ক) i, iii
২৪) কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ ?
উত্তর: (ক) মেধাস্বত্ব সংরক্ষণ
২৫) কোন ডকুমেন্ট এর শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি?
উত্তর: (খ) ফাইন্ড রিপ্লেস
আপনারা গত সালের mcq গুলো দেখে নিতে পারেন
এস.এস.সি. পরীক্ষা-২০১৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়?
উ: (খ) i ও iii
২। ট্রাবল শ্যূটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য?
উ: (ঘ) হার্ডওয়্যার
৩। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত?
উ: (গ) শব্দ বা অডিও
৪। উদ্দীপকের কোন কোন ফিল্ডের ডেটা বর্ণানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস করা যায়?
উ: (ঘ) Name and Zilla
৫। উদ্দীপকের যশোর জেলার তথ্য দেখার জন্য কোন কমান্ডটি সঠিক?
উ: (ক) Selection —> equals “Jessore”
৬। কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্ত:সংযোগ বিকশিত হতে শুরু করেছে?
উ: (ক) Arpanet
৭। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?
উ: (খ) ই পর্চা
৮। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর সপ্তম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?
উ: (ক) ২০
৯। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে-
উ: (ঘ) i, ii ও iii
১০। উদ্দীপকের আলোকে “?” সেলের ঠিকানা কী?
উ: (ঘ) C2
১১। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি?
উ: (ক) A2 * B2% + A2
১২। শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য বিবনের কোন আইকন ব্যবহার করা হয়?
উ: (ঘ) Toggle filter
১৩। স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি?
উ: (গ) /
১৪। ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
উ: (খ) ওয়েব পেইজ
১৫। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
উ: (গ) ক্লীপ আর্ট
১৬। পৃষ্ঠার নম্বর দেবার কভার কোনটি?
উ: (ক) Insert —> Header footer
১৭। এডাবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি?
উ: (খ) ছবি সম্পাদনা
১৮। ইলাস্ট্রেরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো?
উ: (ক) i ও ii
১৯। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কী?
উ: (গ) কালো তীব্র
২০। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে?
উ: (খ) গ্রাফিক্স ডিজাইন
২১। ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়?
উ: (খ) ৩
২২। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়-
উ: (খ) i ও iii
২৩। কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?
উ: (ঘ) কপিরাইট আইন
২৪। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে?
উ: (ঘ) COMS ব্যাটারি পরিবর্তন
২৫। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?
উ: (ঘ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. উক্ত কম্পিউটারে কি সমস্যা হতে পারে?
উত্তর: (গ) র্যামে কোনো সমস্যা হয়েছে
২. উক্ত কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে-
উত্তর: (খ) র্যামের সংযোগগুলি ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেয়া, নূতন র্যাম লাগিয়ে দেয়া
৩. কোনটি নিজেই নিজের প্রতিরূপ তৈরি করে এবং বিভিন্ন প্রোগ্রামে চলাফেরা করে?
উত্তর: (ক) ভাইরাস
৪. ডিজিটাল কনটেন্ট-এ কোন ধরনের উপকরণ বেশি থাকে?
উত্তর: (খ) টেক্সট
৫. স্মার্ট ই-বুক এর বৈশিষ্ট্য হলো-
উত্তর: (ক) কুইজসহ কুইজের উত্তর থাকে, এগুলি এইচটিএমএল ফরমেটে থাকে
৬. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে?
উত্তর: (গ) ভিডিও স্ট্রিমিং
৭. থাম্পনেইল অর্থ-
উত্তর: (ক) বড় ছবির ক্ষুদ্র সংস্করণ
৮. কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?
উত্তর: (ঘ) Save as
৯. সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়?
উত্তর: (ক) সেল
১০. নূতন প্যারাগ্রাফ তৈরি করতে কী-বোর্ডের
উত্তর: (গ) এন্টার কী
১১. নিট প্রাপ্ত বেতনের জন্য সঠিক ক্রম কোনটি?
উত্তর: (খ) = C4 * 5%, = (C4 + D4) – E4
১২. প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনে কী বোর্ডের কোন কী চাপতে হবে?
উত্তর: (গ) F5
১৩. ফটোশপে Color Mode হচ্ছে-
উত্তর: (ঘ) RGB, CMYK, Gray scale
১৪. ফটোশপে কত প্রকার টুল রয়েছে?
উত্তর: (গ) ৬৯
১৫. ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হবে?
উত্তর: (খ) Object – Group
১৬. একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয়?
উত্তর: (ঘ) রেকর্ড
১৭. একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করাকে কি বলে?
উত্তর: (গ) রিলেশন
১৮. শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে?
উত্তর: (ক) কুয়েরি
১৯. মাল্টিমিডিয়ার প্রয়োগ-
উত্তর: (গ) মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে, বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করেছে
২০. কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন?
উত্তর: (খ) অ্যাডা ল্যাভলেস
২১. ফেসবুক কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) মার্ক জুকার বার্গ
২২. ইন্টারনেটে পণ্য কেনাকটার পদ্ধতির নাম কি?
উত্তর: (ঘ) ই-কমার্স
২৩. সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এ ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে?
উত্তর: (খ) ই-লার্নিং
২৪. ইলেকট্রনিকস যন্ত্রগুলি কিসের দ্বারা পরিচালিত হয়?
উত্তর: (খ) বিদ্যুৎ
২৫. কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন-
উত্তর: (ঘ) মাঝে মধ্যে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা, মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা, মাঝে মধ্যে ডিস্ক ডিফ্রাগমেন্ট করা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ উত্তরমালা এস.এস.সি ২০২০ রাজশাহি বোর্ড ,2020 আজকের তথ্য ও যোগাযোগ পরিক্ষার প্রশ্নের উত্তর,এস এস সি পরীক্ষা 2020 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনী উত্তরমালা,
mcq তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ময়মনসিংহ বোর্ড,ssc কৃষি শিক্ষা mcq উত্তরমালা ২০২০, এসএসসি কৃষি শিক্ষা এম সি কিউ উত্তরমালা 2020,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি mcq ঢাকা বোর্ড 2020,কুমিল্লা বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এম সি কিউ, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি mcq সমাধান, বরিশাল বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি mcq টিক, সিলেট বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ প্রশ্ন সমাধান ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিনাজপুর বোর্ড MCQ 2020,টিকের
Dhaka Board, Rajshahi Board, Comilla Board, Jessore, Chittagong Board, Barisal Board, Sylhet Board, Dinajpur Board,
সেট ক খ গ ঘ