SSC Exam 2020 Answer Islam ইসলাম ও নৈতিক শিক্ষা – চট্টগ্রাম বোর্ড

ইসলাম শিক্ষা MCQ উত্তরমালা

সেট (গ)
ইসলাম ও নৈতিক শিক্ষা – চট্টগ্রাম বোর্ড

১.হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়?
উত্তরঃ (খ)মতন

২.কবরে বেশিরভাগ আযাব কি কারনে হবে?
উত্তরঃ (গ)প্রশ্রাব থেকে উত্তম পবিত্র না হওয়া

৩.এক মুসলমান অপর মুসলমানের ভাই হাদিস দ্বারা
উত্তরঃ (ঘ)ইসলামী ভ্রাতৃত্ব

৪.ওয়াদা ভঙ্গ করা কার নিদর্শন
উত্তরঃ (খ)মুনাফিকের

৫. শালীনতার ফলে–
উত্তরঃ (গ) i,iii

৬.আল্লাহতায়ালার নিকট অত্যাধিক মুল্য কোনটি?
উত্তরঃ (ঘ) তাকওয়া

৭.মাহদি সাহেব কোন ইবাদত পালন করার জন্য রওনা দিলেন?
উত্তরঃ (গ) হজ

৮. সমাজের শিক্ষত যুবকদের পতিবাদের ফলে–
উত্তরঃ (ক)i , ii

৯. যার কাছে আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস। কে বলেছেন?
উত্তরঃ (ঘ) হযরত আলি (রা)

১০.ছাত্র শিক্ষকের সর্ম্পক কেমন?
উত্তরঃ (ক)i ,ii

১১. কোন বস্তুর প্রকৃত অবস্হ উপলব্দি করার নাম হলো–
উত্তরঃ (খ)ইলম

১২.নিয়ত সম্পর্কীত হাদিসে যে মহিলা জড়িত, তার নাম
উত্তরঃ (গ)উম্মে কায়স

১৩.আঞ্জির একটি–
উত্তরঃ (ঘ)ফল

১৪.
উত্তরঃ (গ)

১৫. কুরআন পাঠের ভিন্ন রীতির ঘটনাটি কে হযরত উসমান (রা) কে অবহিত করেন?
উত্তরঃ (ক)

১৬.কোনো কিছুই তার সদৃশ নয়।– আয়াতটি কোন দিকে ইঙ্গিত করেছে
উত্তরঃ (ঘ)

১৭.সবারা শব্দের অর্থ কি?
উত্তরঃ (গ)ধৈর্যধারন করা

১৮.আবরার সাহেবের ধারণাটি কি হিসেবে গণ্য?
উত্তরঃ (ক)শিরক

১৯.জামশেদ সাহেবের উক্তির ফলে–
উত্তরঃ (গ)i, iii

২০.যাকাত প্রদানের ফলে-
উত্তরঃ (গ)অর্থনৈতিক ভিত মজবুত হবে

২১.আনু মিয়ার কাজটি কী হিসেবে গন্য?
উত্তরঃ (ক)রিবা

২২.আনু মিয়ার মন্তব্যের কারণে–
উত্তরঃ (গ) i, iii

২৩.
উত্তরঃ (খ)

২৪.আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ (খ)

২৫. আরবের লোকজন হযরত মহাম্মাদ(সা) কে কেন বিশ্বাসী উপাধি দিয়েছিলেন?
উত্তরঃ (ক) i, ii

২৬.কাকে আসাদু্ল্লাহ উপাদি প্রদান করা হয়?
উত্তরঃ (ঘ) আলি (রা)

২৭.ইবনে জাবির আত তাবারি (র)কোন বিষেয়ে খ্যাত
উত্তরঃ (ক) তাফসির

২৮.
উত্তরঃ (গ)

২৯. মহানবি (সা) বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন , কারণ
উত্তরঃ (খ) এটি অনেক নেকির কাজ

৩০.কোন ব্যক্তি ‍দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়?
উত্তরঃ (ক)কৃপণ

About Post Author

Related posts