Chattogram Board বিজ্ঞান উত্তরমালা এসএসসি ২০২০

Chattogram Board বিজ্ঞান উত্তরমালা

Chattogram Board বিজ্ঞান উত্তরমালা

SSC General Science MCQ Answer 2020– Biggan Question Solution বিজ্ঞান উত্তরমালা এসএসসি ২০২০ চট্রগ্রাম

চট্টগ্রাম বোর্ড
বিজ্ঞান
সেট-ক
তারিখ: ২৩/০২/২০২০

১। একজনের দেহের ওজন ৮০ কেজি এবং উচ্চতা ১.৮ মিটার হলে, তার বিএমআই কত?
উত্তর: (গ) ২৪.৭ (পৃষ্ঠা-১৪)
২। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
উত্তর: (ক) Ca(OCl)Cl
৩। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটারে অনুচক্রিকার পরিমাণ কত?
উত্তর: (গ) ৫০০০০-৪০০০০০ (পৃষ্ঠা-৬৫)
৪। সামুদ্রিক প্রবালের জীবন যাপনের জন্য উপযোগী তাপমাত্রা কত?
উত্তর: (খ) ২২C – ২৮C (পৃষ্ঠা-১৮৭)
৫। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়-
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা-৩০৮)
৬। মানবদেহে পারদের ক্ষতিকর প্রভাব-
উত্তর: (ঘ) i, ii ও iii
৭। তুহিনের বয়সের এ সময়কালকে কী বলা যেতে পারে?
উত্তর: (ক) বয়:সন্ধিকাল (পৃষ্ঠা-৮৯)
৮। তুহিনের এ পরিবর্তনের কারণ-
উত্তর: (ক) i ও ii (পৃষ্ঠা-৯০)
৯। নিচের কোনটি মিল্ক অব লাইন?
উত্তর: (ক) Ca(OH)2 (পৃষ্ঠা-১৫৮)
১০। একটি বস্তুর ৪০ কেজি। এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি/সে২। প্রযুক্তি বলের মান কত?
উত্তর: (ঘ) ৮০ নিউটন
১১। মৌমাছির হুলে কোনটি থাকে?
উত্তর: (ক) ফরমিক এসিড
১২। ছোট মাছ উপস্থিত ভিটামিনের অভাবে-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-৮)
১৩। রাজা-রাণীর পোশাক তৈরিতে কোন তন্তু ব্যবহার করা হয়?
উত্তর: (খ) রেশম (পৃষ্ঠা-১৩৪)
১৪। পৃথিবীতে প্রথম ক্লোন করা হয় কোন প্রাণীর?
উত্তর: (ক) ভেড়া (পৃষ্ঠা-২৪৩)
১৫। Z চিহ্নিত অংশের নাম কী?
উত্তর: (খ) লুমেন (পৃষ্ঠা-১৩৪)
১৬। উদ্দীপকের উল্লিখিত তন্তুটি-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১৩৩ ও ১৩৪)
১৭। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
উত্তর: (খ) ৫১ (পৃষ্ঠা-১৭৮)
১৮। মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট
?
উত্তর: (খ) ৪
১৯। HIV নিচের কোনটি আক্রমণ করে?
উত্তর: (খ) শ্বেত রক্ত কণিকা (পৃষ্ঠা-২৮)
২০। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। ১২৫ মিলিগ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে?
উত্তর: (ক) ২৫ লিটার
২১। নিচের কোনটি নন-সেলুলোজিক কৃত্রিম তন্তু?
উত্তর: (ঘ) পলিপ্রোপিলিন
২২। উক্ত পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর পর কতবার ঔষধ প্রয়োগ করা হয়?
উত্তর: (খ) ৬ (পৃষ্ঠা-৩০৭)
২৩। উক্ত পদ্ধতিতে ঝুঁকি হলো-
উত্তর: (খ) i ও iii
২৪। ১ ঘন মিটার পানির ভর কত?
উত্তর: (গ) ১০০০ কেজি
২৫। জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে-
উত্তর: (ঘ) i, ii ও iii (পৃষ্ঠা-১০৭)
২৬। বর্তনীতে দৈনিক ৮ ঘন্টা করে বাতি জ্বালালে ১ মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
উত্তর: (গ) ৫২.৮
২৭। বর্তনীটির ক্ষেত্রে-
উত্তর: (ক) i ও ii
২৮। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে নিচের কোনটি?
উত্তর: (খ) স্পিকার (পৃষ্ঠা-২৭৫)
২৯। এক্সরে ব্যবহৃত হয়-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা-২৯৮)
৩০। পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস?
উত্তর: (ঘ) ভিটামিন-ই (পৃষ্ঠা-৮)।
Chattogram Board বিজ্ঞান উত্তরমালা

About Post Author

Related posts