রাজশাহী বোর্ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয় mcq উত্তরমালা 2020

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

রাজশাহী বোর্ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয় mcq উত্তরমালা 2020

সেট (খ) রাজশাহি বোর্ড

১.সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে
উত্তরঃ (খ)রাষ্ট্রপতি

২.তথ্য অধিকার আইনের দ্বারা
উত্তরঃ (খ)i,iii

৩.কোন দেশে শীতকাল ডিসেম্বরে হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়
উত্তরঃ (গ)ভারত

৪.X রাষ্ট্রের সংস্থাটির নাম কি
উত্তরঃ (খ)নির্বাচন কমিশন

৫. উক্ত সংস্থার কাজ
উত্তরঃ (গ)ii,iii

৬.2001 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল
উত্তরঃ (গ)১২.৯৩ কোটি

৭.বাংলাদেশের বিচার বিভাগ কেমন ভাবে কাজ করে
উত্তরঃ (ক)স্বাধীন

৮. বঙ্গোপসাগরের তলদেশে অধিকমাত্রায় পাওয়ার সম্ভাবনা রয়েছে
উত্তরঃ (গ)ii,iii

৯.বিরোধী দল কিভাবে গণতন্ত্রকে কার্যকরী করে
উত্তরঃ (গ)সরকারের গঠনমূলক সমালোচনা করে

১০.কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়
উত্তরঃ (গ)১৯৩৯

১১.20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত
উত্তরঃ (ক)৮০মিনিট

১২. X কে কোন খাদ বোঝানো হয়েছে
উত্তরঃ (গ)কৃষি ও বনজ

১৩.X এর তুলনায় Y এর অবদান বেশি হওয়ার কারণ
উত্তরঃ (ক)i,ii

১৪.সম্পত্তি কত শ্রেণীতে বিন্যস্ত করা যায়
উত্তরঃ (গ)৫

১৫.সামাজিক অঙ্গতির সৃষ্টি হয় কেন
উত্তরঃ (গ)মূল্যবোধের অবক্ষয়ের কারণে

১৬.কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ নামক সংগঠন গড়ে ওঠে
উত্তরঃ (ক)অধ্যাপক আবুল কাশেম

১৭.গণতন্ত্রের অগ্রযাত্রা নূর হোসেনকে আদর্শ মনে করবো কেন
উত্তরঃ (খ)আত্মত্যাগ

১৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন
উত্তরঃ (ক)১৯৭২ সালের 11 জানুয়ারি

১৯.চিত্রে A চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বনাঞ্চল দেখা যায়
উত্তরঃ (খ)চিরহরিৎ

২০.উপরোক্ত তথ্য কোন দুর্ঘটনা দেখা যায়
উত্তরঃ (খ)সড়ক

২১. উক্ত সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রান পেতে পারি
উত্তরঃ (ঘ)i,ii,iii

২২.কত সালে বিশ্বের প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি সনাক্ত হয়
উত্তরঃ (ক)১৯৮১

২৩.বাংলাদেশের সরকারের ব্যয়ের খাত হলো
উত্তরঃ (ক)i,ii

২৪.আদেশ ও কার্যাবলী ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত কত শ্রেনীতে ভাগ করা হয়েছে
উত্তরঃ (খ)৩

২৫.আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে
উত্তরঃ (ক)৩

২৬. নিরক্ষরেখা থেকে প্রত্যক্ষ মেরুর কোণিক দূরত্ব কত
উত্তরঃ (ঘ)৯০ডিগ্রী

২৭.বাংলাদেশে অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে দেখা দিচ্ছে
উত্তরঃ (ঘ)i,ii,iii

২৮.তোমার সচেতন ও তার পিছনে সমাজ পরিবর্তনের কোন উপাদান কাজ করছে
উত্তরঃ (ঘ)শিক্ষা

২৯.উদ্দীপকে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এ
উত্তরঃ (ক)i,ii

৩০.মোট জাতীয় উৎপাদন কে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়
উত্তরঃ (ক)২

About Post Author

Related posts