১লা বৈশাখ এর ছন্দ মালা ১৪২৯ এসএমএস ম্যাসেজ

১লা বৈশাখ এর ছন্দ মালা ১৪২৮ এসএমএস ম্যাসেজ

১লা বৈশাখ এর ছন্দ মালা ১৪২৯ এসএমএস ম্যাসেজ

পহেলা বৈশাখ ১৪২৯ নিয়ে কিছু লেখা,১লা বৈশাখ ১৪২৯, বৈশাখ ২০২২, ১লা বৈশাখ নিয়ে কবিতা, ১লা বৈশাখ এস এম এস,১লা বৈশাখ নববর্ষ, ১ বৈশাখ মেসেজ, ১ বৈশাখ বাংলা sms, ১লা বৈশাখ ১৪২৯ শুভেচ্ছা,পহেলা বৈশাখের এসএমএস pdf,১৪২৯ এর পহেলা বৈশাখের এসএমএস,

“১৪২৯ বৈশাখী ছন্দ মালা এস এম এস fb Chondo স্টাটাস”এখানে ক্লিক করুন

“এসো হে বৈশাখ এসো এসো”
” আমি “পার্থনা ” “করি ” “” যে “তুমি ” ” নতুন ” ” বছরের “🌷১২ টা ” “🌹মাস ” “💐খুব খুশি ” “🌷 থাকো “; “🍁৫২” ” সপ্তাহ “🍁 হাসতে হাসতে ” “💐কেটে যাক “; “🌹৩৬৫” “দিন ” “🍁তোমার ” “💐ওপর ” 🌻” ” ঈশ্বরের সুদৃষ্টি” “🍁থাকুক “; “💐৮৭৬০” “🌷ঘন্টা ” “🌲ভাগ্য ” “🍁যেন ” “🌷তোমার ” “💐সাথে ” “🌹থাকে “; “🌷৫২৫৬০০” “🍁মিনিট ” 🌻”সাফল্য “🌹তোমার ” “💐সঙ্গে “🌲 “থাকুক ; “🌴আর ” “💥”৩১৫৩৬০০০”🌺 “সেকেন্ড 💥”বাবা মায়ের 🌹” আশীর্বাদ” 🌲”তোমার “💐 “সঙ্গে “🌷 “থাকুক “; “🌴আগে থেকে তোমাকে ” : “🌲জানিয়ে” দিলাম “🌷এবং তোমার পরিবার কেও 🌷” “🌹শুভ” ” নববর্ষ ” “অগ্রিম” “শুভেচ্ছা”

“১৪২৯ বৈশাখী কবিতা আবৃত্তি ও ছোট kobita”এখানে ক্লিক করুন

তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর,তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ…শুভ পহেলা বৈশাখ-১৪২৯

আমি মন থেকে কামনা করছি যে আমার সব বন্ধুরা যেন এই নতুন বছরটা সত্যিই খুব ভালো ভাবে কাটায়।
কিন্তু বন্ধুরা আমাকে যেন ভুলে যেও না
হ্যাপ্পি নিউ ইয়ার

“বৈশাখের নতুন মেসেজ ১৪২৯, boishakhi message 1428”এখানে ক্লিক করুন

নতুন পোশাক, নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
নতুন বছরের শুভেচ্ছা।

Table of Contents

১লা বৈশাখ এর ছন্দ মালা ১৪২৯ এসএমএস ম্যাসেজ

 

দিন যদি চলে যায়দিগন্তের শেষে রাতযদি চলে যায় তারারদেশে ভেব না বন্ধুআমি থাকব তোমাদেরপাশে। শুভ নববর্ষ

“অগ্রিম বৈশাখী ১৪২৯ রোমান্টিক শুভেচ্ছা এসএসএম”এখানে ক্লিক করুন

ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ ১৪২৯

১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন। ৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়। ৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়। >>শুভ নববর্ষ 1429

“পহেলা বৈশাখ ১৪২৯ নতুন ছবি পিকচার ফটো photo pic hd ডাউনলোড”এখানে ক্লিক করুন

রেশমী চুরি আর রঙিন শাড়ি । ইলিশ ভাজি আর পান্তা হাড়ি । ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজল বাংলা। এলরে পহেলা বৈশাখ। *শুভ নববর্ষ*

আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জিবন নতুন ভাবে গড়বে, আবার নতুন সপ্ন দেখবে নববর্ষের টানে। শুভ নববর্ষ।

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান
এসো হে বৈশাখ এসো এসো।
__শুভ নববর্ষ__

ইচ্ছে গুলি উড়ে বেড়াক পাখনা দুটি মেলে
দিন গুলি তোর যাক না কেটে এমনি হাসি খেলে
অপূর্ণ না থাক যেন তোর কোন শখ
এই কামনার সাথে জানাই ”

নতুন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণীকে।
আনন্দ মনে বারিনু তোমারে.অগ্রিম শুভেচ্ছা জানাই সাধরে।
শুভ নববর্ষ__

About Post Author

Related posts