প্রেমিক প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা মেসেজ এসএমএস কবিতা স্ট্যাটাস

প্রেমিক প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা

প্রেমিক প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা মেসেজ এসএমএস কবিতা বার্তা স্ট্যাটাস

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি নাও পারো
ঈদ মোবারক গ্রহণ করো।

Bangla Eid SMS 2020, Eid Ul fitr SMS 2020, বাংলা ঈদ-উল-ফিতর মেসেজ, ম্যাসেজ, শুভেচ্ছা বার্তা, এসএমএস – ঈদ উল ফিতর SMS, photo, pictures, ঈদ এর ম্যাসেজ, ছবি, ছন্দ, সুন্দর সুন্দর SMS, মেজেস, কবিতা, বার্তা, ফেইসবুক স্ট্যাটাস, ফেসবুক স্টেটাস, পোস্ট, মেসেজ, Bangla eid sms for boyfriend, eid sms for girlfriend, গার্লফ্রেন্ড কে ঈদ এর শুভেচ্ছা, বয়ফ্রেন্ড কে ঈদ এর শুভেচ্ছা, ঈদ এর শুভেচ্ছা প্রেমিক প্রেমিকার জন্য। বাংলা ফন্ট, ঈদ এসএমএস বাংলা ফন্টে, eid sms bangla font, bengali font eid sms. eid er sondo, eid er chondo, kobita, poem, chora, eid er sundor sms ঈদের শুভেচ্ছা মেসেজ sms

আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক

নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙিন হোক ঈদের রাত।
ঈদ মোবারক।

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়
কিছু স্মৃতি নীরবে কেঁদে যায়
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
ঈদ মোবারক

“ঈদ উল ফিতরের Sms, ঈদের সেরা মেসেজ, ঈদের ছন্দ”এখানে ক্লিক করুন

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।

এই SMS যার কাছে যাবে
যাকে পাবে তাকেই আমার সালাম দিবে।
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবে
আর মিষ্টি করে বলবে ঈদ মোবারক।

ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে
গোশত আর পোলাও রাশি রাশি
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।

তোমার ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি সব যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোমার কোনো সুখ,
এই কামনায় জানাই তোমায় ঈদ মোবারক।
ঈদের অভিনন্দন

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়
ঈদ মোবারাক

যেদিন দেখব ঈদের চাঁদ,
খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ,
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন।
ঈদ বোবারক

দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে
কাটুক খুশি সবার মনে

নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব সেভেন আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তি দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।

নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক।

ঈদে সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি

কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক।

রং লেগেছে মনে
মধুর এই ক্ষণে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে।
শুভ ঈদ মোবারাক

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিলে এক বছর পর দেখা
ঈদ মোবারাক

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম।

আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো।
ঈদ মানে আশা।
ঈদ মানে সুন্দর জীবন
সুন্দর ভালোবাসা
ঈদ মোবারাক

তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়।
ঈদ মোবারাক।

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ঈদ মোবারাক

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।
ঈদ মোবারক।

তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,
তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত
তোমাকে জানাই “ঈদ মোবারক”

প্রেমিক প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা

About Post Author

Related posts