মনের কষ্টের কথা, কাউকে বেশি ভালবাসতে নেই এসএমএস

মনের কষ্টের কথা

মনের কষ্টের কথা,

কাউকে বেশি ভালবাসতে নেই এসএমএস

যাকে ভালবাসো তাকে কখনোও বুঝতে দিওনা, তাকে তুমি খুব বেশি ভালবাসো। যদি সে বুঝতে পারে, তুমি তাকে অনেক বেশি ভালবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারন মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না।

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা

যদি কর সুখের আশা করিও না ‘ভালবাসা’। ভালবাসা অতি “কষ্ট, এতে হয় জিবন”নষ্ট,ভালবাসার শেষ “ফল” বুকে বেথ্যা চোখে ‘জল হায়রে ভালবাসা

“আজ আমি তোমার যোগ্য না এই কষ্টের এস এম এস”এখানে ক্লিক করুন

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা। শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যাথা।

প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো পৃথীবির নিয়ম।

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই। দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই। আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে।

দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো। দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো। ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য। তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন। হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে। কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে? পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না। প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না

মনের কষ্টের কথা

আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেলো, আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেলো, কিন্তু যখনই হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া; নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি, কারন কি জানেন? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট।

আমার উপস্থিতি আমার উপস্থিতি হয় যদি তোমার কষ্টের কারণ, কথা দিলাম হবে না আর তোমার সীমানায় আমার আগমন, সাজিয়ে নিও নিজের মতো তোমার ভুবন, করবো না আর তোমায় জ্বালাতন

সুখ বড় নিষ্ঠুর সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা।। কাছে এসে উঁকি দেয় ধরা দেয় না।। জীবনে সুখ নামের নদীতে পাইনি কোন কূল, আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকাই বড় ভুল।। সুখ-হীন *জীবন*

জানিনা কেন জানিনা কেন আমার এমন হয়? কেন তোমায় নিয়ে আমি এত স্বপ্ন দেখি? আমি জানি আমি তোমায় কত ভালোবাসি। জানিনা কেন এত তোমায় মিস করি

“মেয়েদের গা জ্বালানো বাংলা এস এম এস মেসেজ চ্যাট”এখানে ক্লিক করুন

আকাশ তুমি মেঘলা আকাশ তুমি মেঘলা কেনো, বকলো তোমায় কে? রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে? তা’না হলে সকাল থেকে কাঁদছ কেনো এতো, তোমারও কি মনটা খারাপ আমারই মতো?

যে পথে তোমার যে পথে তোমার সাথে রোজ হতো দেখা। সেই পথে আজ আমি আছি শুধু একা। যে মনে ছিলে তুমি ছিলনা আর কেউ। সে মনে আজ শুধু বেদনার ঢেউ। যে চোখে প্রতি রাতে স্বপ্ন তুমি ছিলে। সে দুটি চোখ আজ ভাসে শুধু জলে।

পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো? মানুষের মন। যাকে কোন কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিই ভেঙ্গে টুকরো হয়ে যায়

যখনি ভাবী যখনি ভাবী একটু এগিয়ে যাই, তখনি পাশে দেখি তুমি নাই।। একি জ্বালা দিয়ে মোরে, আছ তুমি দুরে সরে।

About Post Author

Related posts