বাংলাদেশের সরকারি ইপিজেড (EPZ) সংখ্যা ও কি কি
নোট: বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা আটটি) চট্টগ্রাম-ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আআদমজী, কর্ণফুলী,)।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড চট্টগ্রাম জেলা হালি শহরে অবস্থিত।১৯৯৯ সালে চট্টগ্রাম প্রতিষ্ঠা ‘কেইপিজেড’ বাংলাদেশের একমাত্র বেসরকারি ইপিজেড। সরকারি ৮ ইপিজেডে বর্তমানে চালু শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫৪ টি।