কিভাবে দুর্ঘটনা অনেকাংশে কমানো যায়
উত্তরঃ সর্তকতা, নিরাপত্তার মনোভাব আচারণ কর্মজীবনের সরাসরি প্রতিফলিত হয়ে দুর্ঘটনায় কমানো যায়।
দুর্ঘটনা পরিমাণ কত প্রকার ও কি কি
উত্তরঃ দুর্ঘটনা পরিমান দুই প্রকার, যথা-
১) শ্রমিকদের অসতর্কতা জনিত দুর্ঘটনা।
২) মালিকের পত্রুজনিত দুর্ঘটনা।
প্রত্যেক কর্মীর প্রত্যাশা কি
উত্তরঃ স্বাচ্ছন্দয ও নিরাপদ ভাবে কাজ করা