কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি?
কম্পিউটার ভাইরাস দুই প্রকার। যথা–
- নিবাসী ভাইরাস (Resident Virus)
- অনিবাসী ভাইরাস (Non-Resident Virus)।
১. নিবাসী ভাইরাস : নিবাসী ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামকে সংক্রমিত করে।
২. অনিবাসী ভাইরাস : অনিবাসী ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর, অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, সংক্রমণ করার পর মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিস্ক্রিয় হয়ে যায়।