অনেক সপ্ন ছিলো তর হাত ধরার এসএমএস

অনেক সপ্ন ছিলো তর হাত ধরার এসএমএস

মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।কিন্তু সাহস হয়না
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,কিন্তু কখনই সময় হয়না।
মাঝে মাঝে তোর কবিতার সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে,কিন্তু বলতে পারি না।
পারবোও না কখনো!
তুই তো জানিস,সেই ছোট্র বেলা থেকেই আমি বড্ড ভীতু

কিছু কিছু কথা আছে বলতে পারিনা। এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা। এমন কিছু ফুল আছে তুলতে পারিনা। আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা। অনেক সপ্ন ছিলো তর হাত ধরার এসএমএস

অন্ধ ভালবাসার গন্ধ বেশি, নকল ভালবাসার সুবাস বেশি, সত্য প্রেমে রাগারাগি। নকল প্রেমে হাসাহাসি, বুঝবে যেদিন খুজবে তাকে অবহেলা হারালে যাকে।

আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই। (তোর জন্য হাত কাটতে) জানার উপায়

সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি।

কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল, জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বললো চোখটি তোমার সুখের নীড়, কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না

বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন. যখন হাতে কোনো আঘাত
লাগে,তখন চোখের অশ্রু ঝরে। আবার, যখন চোখের অশ্রু ঝরে, তখন হাত টা মুছে
দেয়।

জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়

About Post Author

Related posts