ষড়ঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী?
ষড়ঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলাে ৬ টি। যথা:
১। শিক্ষা: ‘শিক্ষা’ শব্দটি এখানে সামগ্রিকভাবে বিদ্যার্জন বা জ্ঞানার্জন অর্থে ব্যবহৃত হয়নি। শিক্ষা’ বলতে এখানে বােঝানাে হয়েছে ধ্বনিতত্ত্ব, বিশেষ করে উচ্চারণতত্ত্বসহ নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে।
২। কল্প: যজ্ঞাদি কর্মকান্ড যার দ্বারা কল্পিত ও সমর্থিত হয় তাকে বলা হয় কল্প।
৩। ব্যাকরণ:ব্যাকরণে ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয় এবং শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা হয়।ভাষা ব্যবহারের সময় অর্থশুদ্ধির জন্য ব্যকরণ পাঠ করা প্রয়ােজন।সে কারণে ব্যাকরণও একটি বেদাঙ্গ।
৪। নিরুক্ত: নিরুক্ত নামক বেদাঙ্গে বেদে ব্যবহৃত শব্দাবলির উৎপত্তি, অর্থ প্রভৃতির আলােচনা করা হয়েছে।
৫। ছন্দ: বেদাঙ্গের অন্যতম অঙ্গ হচ্ছে ছন্দ। বেদের যে সকল মন্ত্র ছন্দবদ্ধ সেগুলাের অর্থবােধ এবং যথাযথ আবৃত্তির জন্য ছন্দের জ্ঞান অপরিহার্য।
৬।জ্যোতিষ: বৈদিক যুগে বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে বিশেষ বিশেষ যজ্ঞ করার ব্যবস্থা ছিল। জ্যোতিষে এ সম্পর্কে আলােচনা করা হয়েছে।