মোম গলে পড়ার পরবর্তী অবস্থা।

মোম গলে পড়ার পরবর্তী অবস্থা।

মোম একটি কঠিন পদার্থ। যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ গলে তরলে রুপান্তরিত হয় তা হল ওই পদার্থের গলনাঙ্ক। মোমবাতির একটি অংশ আগুনে পুড়ে গলে তা নিচে পড়ে, কিছুক্ষণ পর তা জমে কঠিন হয়ে যায়। তরল মোম থেকে কঠিন হওয়ার পক্রিয়াকে বলা হয় শীতলীকরণ। ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম জমতে শুরু করে।

Table of Contents

About Post Author

Related posts