ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো।

নবম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্টের উত্তর মালা ভূগোল ও পরিবেশ ২০২০
“গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা”

পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক

কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে উঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। এবং ভূপৃষ্ঠের ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।

ভূমিকম্পের কারণ:

ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু আবার কখনো অত্যন্ত প্রচন্ড হয়। ভূমিকম্পের কারণ হচ্ছে–

১. পৃথিবীর উপরিভাগ কতকগুলো ফলক/ প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে।

২. ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয় ভূমিকম্প হয়।

৩. অনেক সময় ভূগর্তে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধির ফলে ভূমিকম্প হয়।

৪. হঠাৎ করে হিমবাহ পর্বতগাএ থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে উঠে এবং ভূমিকম্প হয়।

ভূমিকম্পের ফলাফল:—

ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসশীল সাধিত হয়। ঘরবাড়ি ধন-সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয় যেমন:-

১. ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তন হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়।

২. ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বত গাত্র থেকে হিমানীসম্প্রপাত হয় এবং পরের উপর শিলাপাত হয়।

৩. ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।

আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের কারণ:

আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের এর কারণ হলো—

১. ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভম্স, ধাতু প্রবলবেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়।

২. ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয়া পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। তাতে ভূঅভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্ন্যৎপাত ঘটায়।

৩. ভূআন্দোলনের সময় পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে এ উত্তপ্ত তরল লাভা উপরে উথিত হয়। এভাবে ভূ আন্দোলনের ফলে অগ্ন্যৎপাত হয়।

আগ্নেয়গিরি অগ্ন্যৎপাতের ফলাফল:

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। দেখে ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে কোনো কোনো স্থানে এর সামান্য সুফল ও পাওয়া যায়। নিম্নে আগ্নেয়গিরির ফলাফল এর বিভিন্ন দিক তুলে ধরা হলো–

১. আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারিদিকে সঞ্চিত হয় অনেক সময় মালভূমির সৃষ্টি করে।

২. আগ্নেয়গিরির ফলে সমুদ্রের তলদেশের নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়।

৩. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ ধ্বসে গহ্বরের সৃষ্টি করে।

৪. অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমি তে পরিণত হয়

About Post Author

Related posts