ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক? আলোকপাত কর

ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক? আলোকপাত কর

নাবিল নকিবের কাজগুলোতে অংশগ্রহণ না করে নকিবের কাজগুলোর মিথ্যাচার করতো।ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি আখলাকে যামিমাহর বা নিন্দনিয় চরিত্রের পরিচায়ক। নাবিল নকিবের উত্তম কাজগুলোকে হিংসার চোখে দেখেছিল এবং মিথ্যাচার করে বলতো নকিব নেতা হওয়ার জন্য জনসেবা করছেন। নাবিলের এরূপ মন্তব্য ইসলামের পরিপন্থি। কারণ সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে। অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের কাছে ঘৃণিত ও নিন্দনীয়।

হযরত মুহাম্মদ (স.) বলেছেন:
“উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা” (মুসলিম)

ইসলামের দৃষ্টিতে মিথ্যাচার ও অহংকার ঘৃণিত একটি কাজ। অহংকারকারীদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন পবিত্র কুরআনের সূরা লুকমানের ১৮ তম আয়াতে বলেছেন:
“নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারকারীকে পছন্দ করেন না।”

তাছাড়া, নকিবের দৃষ্টিভঙ্গিতে পরশ্রীকাতরতা লক্ষ্য করা যায়। নাবিলের সম্মান ও উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়েছিল। পরশ্রীকাতরতা থেকেই ঈর্ষা ও শত্রুতা সৃষ্টি হয়। এবং পরবর্তীতে তা বিরুপ পতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি সমাজে ফিত্না-ফাসাদের সৃষ্টি করে।

সুতরাং আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা এবং সেই সাথে অনন্যকেও উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা।

About Post Author

Related posts