প্রশ্নঃ ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলতে কি বুঝায়
উত্তরঃ পানি গরম হতে ফুটতে থাকলে পারদ ক্রমশ আয়তনের বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটি নির্দিষ্ট স্থানে স্থির ভাবে অবস্থান করবে। কাজ নলের ওই স্থানে একটি দাগ দেওয়া হয়। দাগের (বিন্দু) স্থানটি থার্মোমিটার এর স্ফুটনাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয়।