রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী

সপ্তম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট সমাধান রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী? এই বিষয়ে প্রশ্নের উত্তরমালা সমাধান

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
(খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

উত্তরঃ রবি মৌসুম খরিপ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে পার্থক্য গুলো বর্ণনা করা হলোঃ

রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে।

খরিপ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে।

রবি মৌসুম রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা কম।

খরিপ মৌসুম খরিপ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাসে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়।

রবি মৌসুম রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা কম থাকে।

খরিপ মৌসুম খরিপ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা বেশি থাকে

(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?
(ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা।

“(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?”এখানে ক্লিক করুন

“(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?”এখানে ক্লিক করুন

About Post Author

Related posts