হজের ফরজ কয়টি ও কি কি?

হজের ফরজ কয়টি ও কি কি?

 

হজের ফরজ তিনটি। এগুলো হলো–

  1. ইহরাম বাঁধা : হজের প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা।
    কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে হজ বা উমরার নিয়ত করাকে ইহরাম বলে। অয়ু,
    গোসলের পরে সেলাইবিহীন সাদা কাপড় পরে ইহরাম বাঁধতে হয়। মৃতপ্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয়।
    এ সময় রঙিন কাপড় পরা যাবে না।
  2. ওকুফ বা অবস্থান : হজের দ্বিতীয় ফরজ হলো ৯ই জিলহজ তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা।
  3. তওয়াফে জিয়ারত : হজের তৃতীয় ফরজ হলো তওয়াফে জিয়ারত করা। কুরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে কাবাঘর তওয়াফ বা প্রদক্ষিণ করাকে তওয়াফ বা প্রদক্ষিণ।

About Post Author

Related posts