মাইগ্রেন ব্যথার কারণ কি?
মাইগ্রেন ব্যথার কারণ:
মাইগ্রেন মাথাব্যথার সঠিক কারণ আজ পর্যন- খুঁজে পাওয়া যায়নি তবে,
বলা হয়ে থাকে যে, ব্রেনের ভিতরে রক্তবাহী নালীসমূহ কোন কারণে সংকুচিত হয়।
এটা হলে মসি-ষ্কে রক্ত চলাচলের তারতম্যের জন্যই এই প্রচণ্ড ধপ ধপ করে মাথাব্যথা শুরু হয়।
বমি না হওয়া পর্যন- এই ব্যথা কমে না। মাইগ্রেন মাথাব্যথা একবার শুরু হলে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন- একাধারে চলতে পারে।
এমন কি, স্বাভাবিক কাজ বা পড়ালেখার ব্যাঘাত ঘটাতে পারে। আমেরিকাতে কাজ থেকে ছুটি নেওয়ার সব চেয়ে বড় কারণ মাইগ্রেন।