বাংলাদেশ সাম্প্রতিক মাসের mcq উত্তরমালা 2020
১) দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি?
উত্তরঃ মাতারবাড়ি সমুদ্রবন্দর।
২) দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায়?
উত্তরঃ মহেশখালী কক্সবাজার
৩) কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে?
উত্তরঃ জাপান
৪) ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশের নৌবাহিনী কমিশনিং করা যুদ্ধ জরিপ জাহাজ দুটির নাম কি?
উত্তরঃ দর্শক ও তল্লাশি
৫) ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশের নৌ বাহিনী কমিশনিং করা যুদ্ধ জাহাজের নাম কি?
উত্তরঃ ওমর ফারুক, আবু উবায়দাহ, প্রত্যাশা
৬) বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর ‘মুক্তির ডাক’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নরসিংদী
৭) বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হবে কবে?
উত্তরঃ ১ নভেম্বর ২০২০
৮) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন ২০২০’ কার্যকর হবে কবে?
উত্তরঃ ১৭ ডিসেম্বর ২০২০
৯) বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক’ (ডেপুটি CAG) কে?
উত্তরঃ মনোয়ারা হাবিব
১০) বাংলাদেশের শেয়ার বাজারে ইতিহাসে সবচেয়ে বড় IPO (Initial Public Offering) আইপিও কোন প্রতিষ্ঠানের?
উত্তরঃ রবি আজিয়াটা লিমিটেড
১১) দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? উত্তরঃ রংপুর যশোর পটুয়াখালী
১২) ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার’ প্রতিষ্ঠা করা হবে?
উত্তরঃ University of Brasilia
১৩) শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়?
উত্তরঃ জামালপুর
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020
১৪) জনসংখ্যা কত?
উত্তরঃ ১৬.৬৫ কোটি
১৫) জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭%
১৬) জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
উত্তরঃ ১১২৫
১৭) প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তরঃ ৭২.৬ বছর
১৮) দারিদ্র্যের হার কত?
উত্তরঃ ২০.৫%
১৯) চরম দারিদ্র্য হার কত?
উত্তরঃ ১০.৫%
২০) সাক্ষরতার (৭+) হার কত?
উত্তরঃ৭৪.৪%