সংবিধান কাকে বলে? যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন?

সংবিধান কাকে বলে? যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন?

রাষ্ট্র পরিচালনার মূল দলিলকে সংবিধান বলে।

যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন?

সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল হওয়ায় যে কোনো দেশ পরিচালনার জন্য সংবিধান জরুরি।

সংবিধান যেকোনো রাষ্ট্রের জন্য আবশ্যক। একটি ভবন বা ইমারত যেমন- এর নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। সরকারের ধরন, নাগরিক অধিকার, সরকারের বিভিন্ন বিভাগ ও ক্ষমতা সবকিছুই সংবিধানে লিপিবদ্ধ থাকে। তাই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই সংবিধান প্রয়োজন।

About Post Author

Related posts