ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণি এম সি কিউ

ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণি এম সি কিউ

১. কোন প্রখ্যাত মুহাদ্দিস রাবেয়া বসরি (র.) কে অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছিলেন?
ক) আব্দুল ওয়াহিদ আমর
খ) আবু সুফিয়ান সাওরি
গ) মালিক ইবনে দিনার
ঘ) আল জাহিজ

২. যারা আল্লাহর ইবাদতের গভীর সাধনা করে উচ্চতর আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেন, তারা হলেন–
ক) ইমাম
খ) ফকির
গ) ওলি
ঘ) মুজাহিদ

৩. উমর ইবনে আব্দুল আজিজ (র.) কে বলা হয়–
i. ফারুক
ii. দ্বিতীয় উমর
iii. ইসলামের পঞ্চম খলিফা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ একজন মুসলিম; ‘খ’ একজন ইহুদি। ‘গ’ যখন ‘ক’ এর কাছে আসে, তখন বলে আমি মুমিন। যখন সে ‘খ’ এর নিকট ফিরে যায়, তখন বলে, আমি তো তোমাদেরই লোক।
৪. হাদিসের ভাষায় ‘গ’ কে চেনার কয়টি উপায় রয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

৫. ‘গ’ এরূপ আচরণের কঠোর পরিণতি থেকে পরিত্রাণ পেতে চাইলে, তাকে–
i. সদা সত্য কথা বলতে হবে।
ii. কথা দিয়ে কথা রাখতে হবে।
iii. রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৬. লাবিব একটি কোম্পানির মালিক। কোনো কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না। লাবিব কোন গুণটির অনুশীলন করেছেন?
ক) সামাদুন
খ) রাউফুন
গ) হাসিবুন
ঘ) মুহাইমিনুন

৭. ‘চিঠি’ এর আরবি প্রতিশব্দ কী?
ক) কিতাব
খ) সহিফা
গ) রিসালাত
ঘ) অহী

৮. নতুন কোনো নবি-রাসুল আগমনের প্রয়োজন নেই। কারণ–
i. শেষ নবির শিক্ষা পরিপূর্ণ ছিল।
ii. শেষ নবি সমগ্র মানবজাতির নবি ছিলেন।
iii. শেষ নবির শিক্ষা অধিকৃত রয়েছে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

Table of Contents

ইসলাম MCQ

৯. লিজা অন্যের সাহায্য ছাড়া চলতে পছন্দ করে। এতে তার কোন গুনটি অর্জন হবে?
ক) হাসিবুন
খ) সামাদুন
গ) মুহাইমিনুন
ঘ) গাফফারুন১০. শাফাআতে উযমা এর অধিকারী কে?
ক) হযরত আদম (আ.)
খ) হযরত ইবরাহিম (আ.)
গ) হযরত ঈসা (আ.)
ঘ) হযরত মুহাম্মদ (স.)

১১. জান্নাত লাভের প্রথম শর্ত–
ক) সালাত
খ) ইমান
গ) যাকাত
ঘ) হজ

১২. কোন ইবাদত পালন না করলে জাহান্নামের আগুনে সোনা রূপা উত্তপ্ত করে তা দিয়ে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেয়া হবে?
ক) সালাত
খ) যাকাত
গ) হজ
ঘ) সাওম

১৩. আলী মিয়া সেচ ব্যবস্থায় চাষাবাদ করে ২০০ মণ ধান পেল। তাকে কত মণ যাকাত দিতে হবে?
ক) ২০ মণ
খ) ১৫ মণ
গ) ১০ মণ
ঘ) ৫ মণ

১৪. কাকে যাকাত দেয়া যাবে না?
ক) ঋণগ্রস্ত
খ) অভাবগ্রস্ত
গ) ইয়াতিম
ঘ) মিসকিন১৫. যাকাতকে এ জন্য ‘যাকাত’ বলা হয় যে, তা সমাজের–
i. সম্পদ বৃদ্ধি করে
ii. সম্পদ পবিত্র করে
iii. পরস্পরের ভালোবাসা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
রুমানা বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন। তিনি হজ থেকে বিদায়ের সময় কোনো তাওয়াফ করেন নি।
১৬. রুমানা কোন ধরনের কাজ বাদ দিয়েছেন?
ক) ফরজ
খ) ওয়াজিব
গ) সুন্নাত
ঘ) নফল

১৭. এক্ষেত্রে রুমানার করণীয় কী?
ক) পুনরায় হজ পালন করা
খ) একটি অতিরিক্ত পশু জবাই করা
গ) যমযমের পানি দিয়ে গোসল করা
ঘ) মদিনার রওজা যিয়ারত করা

১৮. যিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে আদায় করতে হয়–
i. তাওয়াফ
ii. কুরবানি
iii. কংকর নিক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১৯. শাফাআতের দ্বারা উপকৃত হবে না–
ক) জান্নাতিগণ
খ) অবিশ্বাসীরা
গ) জাহান্নামের উপযুক্ত পাপীরা
ঘ) জাহান্নামে শাস্তিপ্রাপ্তরা

ইসলাম ও নৈতিক শিক্ষা

২০. আল বুগদু হচ্ছে–
ক) কারও উন্নতি দেখে নিজের খারাপ লাগা।
খ) অন্যকে তুচ্ছ জ্ঞান করা
গ) অন্যের তুলনায় নিজেকে উৎকৃষ্ট ভাবা
ঘ) লজ্জা না থাকা

২১. কার ধোঁকায় পড়ে হযরত মুসা (আ.) এর লোকজন গো-বৎস পূজা শুরু করে?
ক) কিবতি
খ) সামেরি
গ) হাওয়ারি
ঘ) তাইতালানুস

২২. ‘কালিমাতুল্লাহ’ কার উপাধি?
ক) হযরত মুহাম্মাদ (স.)
খ) হযরত ঈসা (আ.)
গ) হযরত সুলায়মান (আ.)
ঘ) হযরত মূসা (আ.)

২৩. তুয়া উপত্যকা কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত?
ক) সাফা
খ) মারওয়া
গ) তুর
ঘ) হেরা

২৪. তানবিনের পরে ‘খা’ অথবা ‘হা’ আসলে নিচের কোনটি হবে?
ক) ইদগাম
খ) ইযহার
গ) ইখফা
ঘ) ইকলাব

২৫. সূরা ‘আল-কদর’ এ ‘কদর’ শব্দটি উল্লেখিত হয়েছে কত বার?
ক) ৩ বার
খ) ৫ বার
গ) ৬ বার
ঘ) ৭ বার

২৬. শয়তানের বৈশিষ্ট্য কোনটি?
ক) ঘৃণা
খ) চুরি
গ) ঘুষ
ঘ) বিশৃঙ্খলা
২৭. জীবন বাঁচানোর মতো পরিস্থিতি না হলে, যদি কেউ অন্যের সম্পদ মালিকের অজ্ঞাতে নিয়ে যায়, ইসলামে তার শাস্তি হচ্ছে–
ক) ফাঁসি
খ) হাতকাটা
গ) চোখ তুলে ফেলা
ঘ) যাবজ্জীবন জেল
২৮. ‘সারিদ’ হচ্ছে আরবের শ্রেষ্ঠ–
ক) মরুভূমি
খ) খাবার
গ) গোত্র নেতা
ঘ) উচ্চ পাহাড়
২৯. অশ্লীলতা দূরীকরণে প্রয়োজন–
i. ইসলামি নীতি
ii. পারিবারিক সচেতনতা
iii. আইনি কঠোরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. পরমতসহিষ্ণুতা প্রয়োজন নেই–
ক) ব্যক্তিগত চিন্তা-চেতনায়
খ) পারিবারিক সিদ্ধান্তের জন্য
গ) সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে
ঘ) রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে
ইসলাম ও নৈতিক শিক্ষা

উত্তর :–
১ : খ); ২ : গ); ৩ : গ); ৪ : খ); ৫ : ক); ৬ : খ); ৭ : গ); ৮ : ঘ); ৯ : খ); ১০ : ঘ); ১১ : খ); ১২ : খ); ১৩ : গ); ১৪ : গ); ১৫ : ক); ১৬ : খ); ১৭ : খ); ১৮ : ঘ); ১৯ : খ); ২০ : খ); ২১ : খ); ২২ : খ); ২৩ : গ); ২৪ : খ); ২৫ : ক); ২৬ : ক); ২৭ : খ); ২৮ : খ); ২৯ : ঘ); ৩০ : ক);

About Post Author

Related posts