রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর একটি বিশেষ ধর্ম। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়, তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। একে “R” দ্বারা প্রকাশ করা হয়। এর একক ওহম (Ω)।
রেজিস্ট্যান্স প্রধানত দুই প্রকার। যথা :
ক. নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স;
খ. পরিবর্তনীয় মানের রেজিস্ট্যান্স।