বাংলাদেশের সীমান্ত MCQ বিষয়ক সাধারণ জ্ঞান 2021
সাধারণ জ্ঞান: বাংলাদেশের সীমান্ত বিষয়ক কিছু প্রশ্ন এবং এর উত্তর।
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি দেশের সাথে?
উত্তরঃ ২ টি – ভারত ও মিয়ানমার।
প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩২ টি।
প্রশ্ন : বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর : ৩০টি।
প্রশ্ন : মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর : ৩টি—রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন : ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা কোনটি?
উত্তর : রাঙামাটি।
প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী কোন কোন জেলার সাথে ভারতের কোনাে সংযােগ নেই?
উত্তর : বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন : কোন দুটি বিভাগের সবগুলাে জেলা সীমান্তবর্তী?
উত্তর : সিলেট ও ময়মনসিংহ বিভাগ।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের কোনাে সীমান্ত সংযােগ নেই?
উত্তর : ঢাকা ও বরিশাল বিভাগ।
প্রশ্ন : বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা কয়টি ও কি কি?
উত্তর : ৯ টি—মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদহ, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
প্রশ্ন : বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের প্রদেশ (রাজ্য) কতটি?
উত্তর : ৫টি—মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
প্রশ্ন : একমাত্র কোন বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযােগ রয়েছে?
উত্তর : চট্টগ্রাম।
প্রশ্ন : ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ৩,৯৭৬ কিমি (নদী ছাড়া)।
প্রশ্ন : ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ৪,১৫৬ কিমি (৩,৭১৫.১৮ কিমি (সূত্র : মা, ভূগােল)
প্রশ্ন : মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ২৭১ কিমি [২৮০ কিমি (সূত্র :মা. ভূগােল)]।
প্রশ্ন : ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ২ কি মি (ফেনীর মুহুরীর চর)।
প্রশ্ন : বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্ত হাটবিষয়ক সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ২৩ অক্টোবর ২০১০।
প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত হাট কবে, কোথায় চালু হয়?
উত্তর : ২৩ জুলাই ২০১১। বালিয়ামারী, কুড়িগ্রাম।