বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক (MCQ) সাধারণ জ্ঞান

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক (MCQ) সাধারণ জ্ঞান 2021

প্রশ্ন : EVM’র পূর্ণরূপ কী?
উত্তর : Electronic Voting Machine

প্রশ্ন : কখন, কোন দেশে প্রথম EVM পদ্ধতি চালু হয়?
উত্তর : ১৯৬০ সালে; যুক্তরাষ্ট্রে

প্রশ্ন : বাংলাদেশে মােবাইল নম্বর পাের্টেবিলিটি (MNP) চালু হয় কবে?
উত্তর : ১ অক্টোবর ২০১৮।

প্রশ্ন : বাংলাদেশ কততম দেশ হিসেবে MNP চালু করে?
উত্তর : ৭২তম।

প্রশ্ন : দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম সােলার চালিত ল্যাপটপের নাম কী?
উত্তর : তালপাতা; নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেম লি.।

প্রশ্ন : বাংলাদেশে ফোরজি (4G) চালু হয় কবে?
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০১৮।

প্রশ্ন : শেখ হাসিনা সফটওয়্যার টেকনােলজি পার্ক কোথায় অবস্থিত?
উত্তর : বেজপাড়া, যশাের।

প্রশ্ন : বাংলাদেশের তৈরি প্রথম ন্যানাে স্যাটেলাইট এর নাম কী?
উত্তর :ব্র্যাক অন্বেষা।

প্রশ্ন : বাংলাদেশের তৈরি প্রথম ন্যানাে স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তর : ৪ জুন ২০১৭।

প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং এ স্টেশন কোথায়?
উত্তর : কুয়াকাটা (পটুয়াখালী)।

প্রশ্ন : সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সফটওয়্যার টেকনােলজি পার্ক কোথায় অবস্থিত?
উত্তর : কারওয়ান বাজার, ঢাকা।

প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বায়ােমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ; প্রথম পাকিস্তান।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেভেল ডােমেইন হলাে—
উত্তর : ডট বিডি (.bd)।

About Post Author

Related posts