পিপেট কিভাবে ব্যবহার করা হয়।

পিপেট Pipette কিভাবে ব্যবহার করা হয়।

রসায়ন পরীক্ষাগারে কোন নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তর কাজে অথবা নির্দিষ্ট আয়তনের তরল পরিমাপ করতে পিপেট ব্যবহার করা হয়।

পিপেট কি?

পিপেটকে ব্যবহারের পূর্বে এটিকে ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ট্যাপের পানি দ্বারা ধুয়ে নিতে হবে। এরপর আরো একবার পাতিত পানি দ্বারা পিপেটি ধুয়ে নিতে হবে। যে তরলটি স্থানান্তর করতে হবে বা পরিমাপ করতে হবে সেই তরল দ্বারা পিপেটকে প্রথমে রিন্স করে নিতে হবে। এরপর পিপেটের উপরের মুখে পিপেট ফিলারে চাপ দিয়ে নির্দিষ্ট পরিমাণ থেকে কিছুটা বেশি তরল পিপেটে নিতে হবে। এরপর পিপেটের ফিলারে আলতোভাবে চাপ দিতে হবে। যাতে করে পিপেটের নির্দিষ্ট আয়তনের দাগের সাথে তরলের Lower meniscus স্পর্শ করে। এরপর নির্দিষ্ট পরিমাণ পিপেটের তরলটিকে অন্য পাত্রে স্থানান্তর করতে হবে।
পিপেটের সাহায্যে 0.5 ml থেকে 50ml পর্যন্ত আয়তনের তরল স্থানান্তর এবং পরিমাপ করা যায়।

ভালবাসার লোকটির বুদ্ধির পরীক্ষা নেবে এই প্রেমের ধাঁধা গুলি

 

About Post Author

Related posts