তেজস্ক্রিয় পদার্থ কি?
যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি (যেমনঃ আলফা, বিটা, গামা) বিকিরণ করে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। সেই পদার্থগুলিকে তেজস্ক্রিয় পদার্থ বলে।
তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ গুলি হচ্ছে- রেডিয়াম, ইউরেনিয়াম, কোবাল্ট-60 ; হিলিয়াম-4 ; থোরিয়াম, পোলোনিয়াম ছাড়াও অন্যান্য তেজস্ক্রিয় মৌল এবং এদের আইসোটোপ সমূহ তেজস্ক্রিয় পদার্থ।বিস্ফোরক রাসায়নিক পদার্থ কি কি?