SSC মডেল টেস্ট – ১ বাংলা ১ম পত্র mcq 2021
১) পালামৌ যাওয়া স্থির হলে লেখক কখন যাত্রা করেছিলেন?
ক)রাত্রি /রাত দেড় প্রহর
খ)প্রায় দুই প্রহর/দ্বিপ্রহর
গ)অপরাহ্ণে
ঘ)সন্ধ্যার পর
উত্তর – ক) রাত্রি /রাত দেড় প্রহর
২) মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
এস.এস.সি ২০২০ – বাংলা ১ম পত্র MCQ উত্তরমালা
ক)বনফুল
খ)মানসী
গ)গীতাঞ্জলি
ঘ)সোনার তরী
উত্তর – ক) বনফুল
৩) প্রমথ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
ক)বাগান করা
খ)বইপড়া
গ)স্টাম্প কালেকশন
ঘ)মাছ ধরা
উত্তর – খ) বইপড়া
৪) কাঙালী একহাতে মায়ের গলা জড়িয়ে ধরে মুখের উপর মুখ রেখে কী বলেছিল?
i. মা, তোর গা যে গরম
ii. কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মড়া-পোড়ানো দেখতে গেলি
iii. কেন আবার নেয়ে এলি
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)iii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
৫) ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কয়টি দণ্ডের কথা বলা হয়েছে?
ক)২টি
খ)৩টি
গ)২/৪টি
ঘ)৮টি
উত্তর – খ) ৩টি
৬) কী দুর্গার মহামূল্যবান সম্পত্তি ছিল?
ক)খাপরা
খ)পিস্তল
গ)টিনের বাঁশি
ঘ)কাঠের ঘোড়া
উত্তর – ক) খাপরা
৭) ‘আমি তোমাদের মতো একজন মানুষ’- কথাটির মানে কী?
ক)তিনি সুখ-দুঃখ এবং জীবন-মৃত্যুর অধীন
খ)তিনি সুখ-দুঃখ এবং জীবন-মৃত্যুর অধীন নয়
গ)তিনি জাগতিক মন্ত্রীর পদমর্যাদার সমাসীন
ঘ)তাঁর কোনো ক্ষুদাতৃষ্ণা নাই
উত্তর – ক) তিনি সুখ-দুঃখ এবং জীবন-মৃত্যুর অধীন
৮) বনফুল-এর প্রকৃত নাম কী?
ক)বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ)আল মাহমুদ
গ)বীরবল
ঘ)ভানুসিংহ
উত্তর – ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
৯) উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কোন দিকটি প্রতিফলিত হরেছে?
i. সাম্যবাদ
ii. মানুষের জয়গান
iii. ধর্মজাতি ভেদ
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)iii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
১০) উদ্দীপকের সাথে কোন রচনার মিল রয়েছে?
ক)বইপড়া
খ)উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ)শিক্ষা ও মনুষ্যত্ব
ঘ)বাঙলা শব্দ
উত্তর – খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
১১) মমতাদি কবে কাজে এলো?
ক)পরদিন
খ)আগের দিন
গ)আজকে
ঘ)দুদিন পর
উত্তর – ক) পরদিন
SSC মডেল টেস্ট – ১ বাংলা ১ম পত্র mcq
১২) পহেলা বৈশাখ-এর ঐতিহ্য কেমন?
i. ঐতিহ্য সুপ্রাচীন
ii. ঐতিহ্য গৌরবমণ্ডিত
iii. কুসংস্কারমণ্ডিত
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)i ও ii
ঘ)i, ii ও iii
উত্তর – গ) i ও ii
১৩) কতদিন ধরে বৃষ্টি হয়েছিল তা ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লেখ রয়েছে?
ক)২ দিন
খ)সারা দিন
গ)৪ দিন
ঘ)৭/৮ দিন
উত্তর – গ) ৪ দিন
১৪) নাটকের প্রধান লক্ষ্য কী?
ক)রাজনীতি
খ)দর্শকসমাজ
গ)অর্থনীতি
ঘ)ব্যক্তিবিশেষ
উত্তর – খ) দর্শকসমাজ
১৫) ‘বাঙলা শব্দ’ প্রবন্ধ লেখক ‘তীর্থযাত্রী’ বলেছেন কাদের?
ক)বাংলা ভাষায় আগত শব্দভাণ্ডারকে
খ)ভাষাতাত্ত্বিকগণকে
গ)আর্যসম্প্রদায়কে
ঘ)কবি-সাহিত্যিকগণকে
উত্তর – ক) বাংলা ভাষায় আগত শব্দভাণ্ডারকে
১৬) ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী-এখানে প্রথম ঈশ্বরী কে?
ক)অন্নপূর্ণা
খ)পাটুনী
গ)ভগবান
ঘ)দৈবশক্তি
উত্তর – খ) পাটুনী
১৭) মধুসূদন দত্ত প্রথম সার্থক-
i. নাটক রচয়িতা
ii. ট্রাজেডি নাটক রচয়িতা
iii. প্রথম সার্থক পত্রকাব্য রচয়িতা
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)iii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
১৮) ‘জীব করো না ক্রন্দন’। এখানে জীব বলতে কাদের বুঝানো হয়েছে?
ক)মহাজ্ঞানী
খ)মানুষ
গ)পশুপাখি
ঘ)পুরুষ
উত্তর – খ) মানুষ
১৯) ‘প্রাণ’ কবিতার কবি কিসের কুসুম ফোটাতে চান?
ক)জ্ঞানের
খ)কবিতার
গ)পাতার
ঘ)সংগীতের
উত্তর – ঘ) সংগীতের
২০) কোন ঋতুতে আমের বরন/মুকুল দেখা যায়?
ক)বসন্ত
খ)গ্রীষ্মকাল /জ্যৈষ্ঠ
গ)শীত
ঘ)বর্ষাকাল/আষাঢ়
উত্তর – খ) গ্রীষ্মকাল /জ্যৈষ্ঠ
২১) দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
ক)ঝিঁঝিঁর
খ)পরীর
গ)বনের
ঘ)বুলবুলির
উত্তর – ক) ঝিঁঝিঁর
২২) ‘মানুষ’ কবিতার পথিক কয়দিনের অনাহারী?
ক)চার
খ)পাঁচ
গ)আশি
ঘ)সাত
উত্তর – ঘ) সাত
২৩) ‘সেই দিন এই মাঠ’ কবিতায় উল্লিখিত গন্ধটা কেমন?
ক)সোঁদা
খ)ভিজা
গ)ঝাঁকালো
ঘ)মিষ্টি
উত্তর – খ) ভিজা
২৪) ‘পল্লিজননী’ কবিতায় উল্লিখিত ছেলে কোন বয়সী?
ক)শিশু
খ)বালক
গ)কিশোর
ঘ)যুবক
উত্তর – গ) কিশোর
২৫) ‘সওয়ার’ শব্দে প্রতিশব্দ-
i. অশ্বারোহী
ii. আরোহী
iii. চড়নদার
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ)ii
গ)iii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
২৬) ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের কথা উল্লেখ রয়েছে?
ক)বৈশাখ
খ)আশ্বিন
গ)কার্তিক
ঘ)আষাঢ়
উত্তর – গ) কার্তিক
SSC মডেল টেস্ট – ১ বাংলা ১ম পত্র mcq
২৭) ‘খাণ্ডবদাহন’-এর সাথে সম্পর্ক রয়েছে-
ক)নির্যাতনের
খ)লুটতরাজের
গ)অগ্নিকাণ্ডের /ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের
ঘ)গোলাগুলির
উত্তর – গ) অগ্নিকাণ্ডের /ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের
২৮) কার নেতৃত্বে বাংলার বারো ভূঁইয়ারা মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়ান?
ক)ঈশা খাঁর
খ)সুফি খাঁর
গ)পাঠান খাঁর
ঘ)বল্লভ খাঁর
উত্তর – ক) ঈশা খাঁর
২৯) ‘গণসূর্যের মঞ্চ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক)আলোচিত মঞ্চ
খ)জনগনের মঞ্চ
গ)তেজীয়ান দ্যুতিময় মঞ্চ
ঘ)বিপ্লবী মঞ্চ
উত্তর – গ) তেজীয়ান দ্যুতিময় মঞ্চ
৩০) ‘কার্তুজ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক)কারতিজ
খ)কাতিজ
গ)কারটিজ
ঘ)কাটিজ
উত্তর – গ) কারটিজ
৩১) পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস কোনটি?
ক)In Search of Lost Time
খ)War and peach
গ)Mother
ঘ)The old man and sea
উত্তর – ক) In Search of Lost Time
৩২) বুধাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল কে?
ক)বিনু
খ)মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন
গ)বুধু
ঘ)মুক্তিযোদ্ধা আলি ও মিঠু
উত্তর – খ) মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন
৩৩) বুধার চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী?
i. সে ভীষণ সাহসী এবং তার রয়েছে দেশের মানুষের প্রতি মমত্ববোধ
ii. তার রয়েছে বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা
iii. তার রয়েছে দেশাত্মবোধ
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)iii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
৩৪) কবিতার স্তবকটি কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক)বহিপীর
খ)উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ)কাকতাড়ুয়া
ঘ)আম আঁটির ভেঁপু
উত্তর – গ) কাকতাড়ুয়া
৩৫) ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে শিক্ষণীয় দিক কোনটি?
i. স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সঠিক পাওয়া
ii. দেশপ্রেম জাগ্রত করা
iii. মিলিটারি ও রাজাকার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)i ও ii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
SSC mcq ১ বাংলা ১ম পত্র ২০২১
৩৬) নাটকের প্রাণ কোনটি?
ক)কাহিনি
খ)ঐক্য
গ)পর্ব
ঘ)সংলাপ
উত্তর – ঘ) সংলাপ
৩৭) ‘বহিপীর’ নাটকের প্রতিফলিত সমাজচিত্র থেকে কী বুঝা যায়?
i. নাটকটির সময়কাল উনিশ শতকের শেষভাগ
ii. নাটকটির সময়কাল বিশ শতকের সূচনালগ্ন
iii. নাটকটির সময়কাল বিশ শতকের শেষভাগ
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ)i ও ii
ঘ)i, ii ও iii
উত্তর – ঘ) i, ii ও iii
৩৮) সূর্যাস্ত আইন প্রণীত হয় কত সালে?
ক)১৭৭২
খ)১৭৭৮
গ)১৭৮৮
ঘ)১৭৯৩
উত্তর – ঘ) ১৭৯৩
৩৯) বিয়ে হলো তহদিরের ব্যাপার। উক্তিটি কার?
ক)তাহেরার
খ)কাশেমের
গ)খোদেজার
ঘ)হাসেমের
উত্তর – গ) খোদেজার
৪০) কাকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে?
ক)বহিপীর
খ)হাশেম আলি
গ)খোদেজা
ঘ)তাহেরা
উত্তর – ঘ) তাহেরা