অবহেলা নিয়ে স্ট্যাটাস

অবহেলা নিয়ে স্ট্যাটাস

অবহেলা নিয়ে স্ট্যাটাস ২০২১/২০২২/2021/2022
আমরা অবহেলা পিক, স্ট্যাটাস, উক্তি ও কবিতা, অবহেলার SMS, অবহেলার Status উপস্থাপন করতে চলেছি।

স্ট্যাটাস আবেগ বাংলা ফেসবুক ক্যাপশন কষ্টের ইমোশনাল obohela status কালেকশন ঘন ছন্দ ছোট
একা/একলা থাকার দাও দুঃখের শোক দিবসের সকল ধরনের হাত ধরার মারা যাওয়ার ছেড়ে যাওয়ার রাগের এসএমএস
উক্তি ও কবিতা

অবহেলা শব্দটি খুব একটা বড় না হলেও অনেক বড় বড় সম্পর্ককে নিমিষেই শেষ করে দিতে পারে।
অনেক অনেক বছর ধরে খুব যত্নে গড়া একটি সম্পর্ক দুইদিনের অবহেলাতেই ধুলিস্যাৎ হয়ে যেতে পারে।
শব্দটি সত্যি মারাত্মক ভয়ঙ্কর।

আরও পড়ুন: জীবনের sms bangla, এসএমএস ম্যাসেজ স্ট্যাটাস

তোমার কাছে বারবার অবহেলিত হয়ে হয়তোবা সে এখনো তোমার পথ চেয়ে বসে আছে।
অবহেলার পর্ব না হয় এবার শেষ করো, আরেকটু বেশি অবহেলা হয়তো বা একদিন তার নয় তোমার কান্নার কারণ হতে পারে।

অবহেলিত হতে হতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষটি কিন্তু আর অসহায় থাকে না,
রুখে দাঁড়ানোর সময় এসে যায়। সে ব্যস্ত হয়ে পড়ে পৃথিবীতে নিজেকে নতুন হবে ভাবে উপস্থাপন করার,
একসময় তাকে আর কেউ অবহেলা করতে পারে না।

অন্য কারো অবহেলার কারণে নিজেকে কষ্ট দেওয়া সত্যিই বড় বোকামি। নিজের ভালো অন্যের যত্ন কিংবা অবহেলার উপর অবহেলার উপর কখনোই নির্ভর করতে পারে না। যখন তুমি দেখবে নিজের ভালো-মন্দ অন্যের উপর নির্ভর করা শুরু করেছে তখনই কষ্ট পাওয়া মেনে নিতে শিখবে অথবা নিজেকে সেই বেষ্টনী থেকে বের করে আনবে।

দুঃখের এস এম এস, দুঃখের মেসেজ, ভালোবাসার লকডাউন

অবহেলা থেকে শুধু ডিপ্রেশন অথবা খারাপ কিছু হয় এটা ভুল কথা। অসম্ভব ভালো কিছুও অবহেলা থেকে জন্ম নেয়। অবহেলা মানুষকে প্রতিবাদী হতে শেখায়, অবহেলিত ব্যাক্তি অবহেলা পেতে পেতে একসময় শিখে যায় নিজের ভালো থাকার মন্ত্র। সুন্দর এ পৃথিবী কে কল্পনার চোখে দেখা বাদ দিয়ে বাস্তবের চোখে দেখতে শিখে নেয় সে।

অবহেলা পিক, স্ট্যাটাস, উক্তি ও কবিতা, অবহেলার SMS অবহেলা নিয়ে স্ট্যাটাস

তুমি এখন যার থেকে বেশি যত্ন পাচ্ছো, হয়তোবা সেটা স্বপ্নেও তুমি চাওনি।এমন অনাকাঙ্ক্ষিত যত্ন যেদিনই তুমি পাওয়া শুরু করবে সেদিন থেকে তুমি প্রস্তুতি নিও খুব বড় পরিমাণের অবহেলা পাওয়ার।

অবহেলা করে অন্যকে কাঁদিয়ে হয়তোবা এখন তুমি একটু মজা নিচ্ছো! এই একটু অবহেলায় কত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা মাথায় থাকলে তুমি কখনোই মানুষকে অবহেলা করতে পারতে না।

অবহেলা অনেক বড় বিপ্লব ঘটাতে পারে,যার উদাহরণ আমরা অনেকবার পেয়েছি। অবহেলিত হতে হতে বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছিল একদিন। অবহেলার শিকার না হলে হয়তোবা আমরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনতে পারতাম না অথবা সোনার বাংলা আমরা কখনই পেতাম না। তাই তাই অবহেলায় হতাশ না হয়ে রুখে দাঁড়ানোটাই কাম্য।

অন্যকে অবহেলা না করে যত্ন নিতে শিখো, তাহলে দেখবে তুমিও কখনো অবহেলার শিকার হবে না।

হাজারো অবহেলা পেয়ে এখনো তোমার পথ চেয়ে বসে আছি, তুমি শুধু একবার পেছনে ফিরে তাকাও। তুমি আমায় অবহেলা দিয়েছিলে,আর আমি এক সমুদ্র ভালোবাসা। প্রকৃতি যখন তোমায় অবহেলা বোঝাবে তখন বুঝে নিয়ো অবহেলা মৃত্যুযন্ত্রণা চেয়েও কতটা ভয়ঙ্কর হতে পারে!

About Post Author

Related posts