আলোক তড়িৎ কোষ কাকে বলে? কত প্রকার ও কি কি?

আলোক তড়িৎ কোষ কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে যন্ত্রের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ভিত্তিতে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে আলোক তড়িৎ কোষ বলে। আলোক তড়িৎ কোষ তিন প্রকার। যথা:
১) আলোক নিঃসরণ কোষ (Photo-emission cell)
২) আলোক বিভব কোষ (Photo-vottaic cell) এবং
৩) আলোক পরিবাহী কোষ (Photo-conductive cell)

আলোক নিঃসরণ কোষ আবার দুই প্রকার। যথা:
i. বায়ু শূন্য কোষ (Vacuum type cell)
ii. গ্যাস ভর্তি কোষ (Gas-filled cell)

সমবর্তন কোণ কাকে বলে?

About Post Author

Related posts