সমবর্তন কোণ কাকে বলে?

সমবর্তন কোণ কাকে বলে?

১৮০৮ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী ম্যালাস (Malus) প্রথম আবিস্কার করেন যে প্রতিফলকের সাহায্যে সমতল সমবর্তিত আলাে উৎপন্ন করা যায়।
অসমবর্তিত আলাে কোনাে স্বচ্ছ মাধ্যম দিয়ে (যেমন পানি, কাচ ইত্যাদি) দিয়ে প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মি আংশিক সমবর্তিত হয়।
রশ্মি কতখানি সমবর্তিত হবে তা আপাতন কোণের উপর নির্ভর করে।
“যে বিশেষ আপাতন কোণের জন্য কোনাে নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয় সেই কোণকে সমবর্তন কোণ বলে।

এই কোণকে ip দিয়ে প্রকাশ করা হয়”।

ম্যালাসের সূত্র কি?

About Post Author

Related posts