ক্রান্তি কোণ (সংকট কোণ) কাকে বলে?
নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক (৯০°) হয়,
অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায় তাকে হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।
এটিকে সাধারণত θc দ্বারা প্রকাশ করা হয়।
আলোর নিয়মিত প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে?