ক্রান্তি কোণ (সংকট কোণ) কাকে বলে?

ক্রান্তি কোণ (সংকট কোণ) কাকে বলে?

নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক (৯০°) হয়,
অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায় তাকে হালকা মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।
এটিকে সাধারণত θc দ্বারা প্রকাশ করা হয়।

আলো কি? আলোর ধর্ম কি?

আলোর নিয়মিত প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে?

About Post Author

Related posts