টর্ক কি? টর্কের একক কি?

টর্ক কি? টর্কের একক কি?

চলন গতিতে রৈখিক ত্বরণের সাথে যেমন বল সংশ্লিষ্ট ঘূর্ণন গতিতে তেমনি কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি হলাে টর্ক বা বলের ভ্রামক।
কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি যে বল নয়, তা আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই দেখতে পারি।
কোনাে দরজার উপর প্রযুক্ত বল বিভিন্ন কৌণিক ত্বরণ সৃষ্টি করতে পারে— এটি নির্ভর করে বল কোথায় প্রয়ােগ করা হয়েছে আর কোনদিকে প্রয়ােগ করা হয়েছে তার উপর।
দরজার কবজার উপর সরাসরি প্রযুক্ত বল কোনাে কৌণিক ত্বরণই সৃষ্টি করে না,
আবার সেই একই মানের বল যদি দরজার বাইরের প্রান্তে দরজার সাথে লম্বভাবে প্রয়ােগ করা হয়,
তাহলে সর্বোচ্চ কৌণিক ত্বরণ সৃষ্টি করে থাকে। সুতরাং দরজার এই ঘূর্ণন প্রক্রিয়া নির্ভর করে প্রযুক্ত বলের মান,
ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়ােগ বিন্দুর দূরত্ব আর কত কোণে বল প্রয়ােগ করা হয়েছে তার উপর।
এই সকল রাশি মিলিয়ে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা যে রাশির সংজ্ঞা দেই তাই হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে একটি বলের ঘূর্ণন সৃষ্টি করার সামর্থ্যের একটি পরিমাপ।

সংজ্ঞা: কোনাে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনাে কণার ব্যাসার্ধ ভেক্টর এবং
কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে।

আপেক্ষিক গতি কাকে বলে?

About Post Author

Related posts