ক) হাব
খ) সুইচ
গ) রাউটার
ঘ) ইউএসবি হাব
উত্তর : গ)
২. সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
ক) রেডিও
খ) ইন্টারনেট
গ) কম্পিউটার নেটওয়ার্ক
ঘ) অনলাইন
উত্তর : গ)
কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?
৩. সার্ভারের কাজ কি?
ক) সেবা প্রদান করা
খ) সেবা গ্রহণ করা
গ) সেবা নেওয়া ও সেবা প্রদান করা
ঘ) সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
উত্তর : ক)
৪. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) অনেক
উত্তর : ঘ)
৫. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
ক) সার্ভার
খ) ক্লায়েন্ট
গ) প্রোটোকল
ঘ) টার্মিনাল
উত্তর : ক)
৬. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
ক) কম্পিউটার নেটওয়ার্ক
খ) নেটওয়ার্ক টপোলজি
গ) ইন্টারনেট
ঘ) ই-মেইল
উত্তর : ক)
৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
ক) রিসোর্স নেওয়া
খ) রিসোর্স দেওয়া
গ) রিসোর্স ভাগাভাগি করা
ঘ) রিসোর্স বিক্রি করা
উত্তর : গ)
৮. কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
ক) স্টার
খ) বাস
গ) ট্রি
ঘ) মেশ
উত্তর : খ)
৯. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
ক) বাস
খ) স্টার
গ) ট্রি
ঘ) রিং
উত্তর : ঘ)
১০. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
ক) ড্রপবক্স
খ) কম্পিউটার
গ) টপোলজি
ঘ) প্রটোকল
উত্তর : ক)
১১. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
ক) মেশ
খ) রিং
গ) স্টার
ঘ) বাস
উত্তর : খ)
১২. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে–
ক) সবার কাছে পৌছে দেয়া
খ) মিডিয়ার মাঝে সরবরাহ করা
গ) কার্যকরভাবে ব্যবহার করা
ঘ) সারাদেশে ছড়িয়ে দেয়া
উত্তর : গ)
১৩. নিচের কোন ডিভাইসটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে?
ক) হাব
খ) রাউটার
গ) সুইচ
ঘ) মডেম
উত্তর : গ)
১৪. রাউটার–
i. একটি নেটওয়ার্কিং ডিভাইস
ii. উপাত্তকে পথ নির্দেশনা দেয়
iii. ইন্টারনেট চালানোর অপরিহার্য ডিভাইস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ক)