লেন্সের গৌণ ফোকাস কাকে বলে?

লেন্সের গৌণ ফোকাস কাকে বলে?

যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে লেন্সে আপতিত হয়,
তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ফোকাস তলে মিলিত হয়,
কিংবা অবতল লেন্সের ফোকাস তলের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুকে লেন্সের গৌণ ফোকাস বলে।

অণুবীক্ষণ, দূরবীক্ষণ এবং নভোদূরবীক্ষণ যন্ত্র কাকে বলে?

About Post Author

Related posts