স্থির তরঙ্গ কাকে বলে?
যে তরঙ্গ কোনো স্থানে উৎপন্ন হয়ে সেখানেই বিলীন হয় এবং কোনো দিকে অগ্রসর হয় না তাকে স্থির তরঙ্গ বলে।
টানা তারে স্থির তরঙ্গের গঠন: একটি টানা তারের কোথাও আঘাত করলে একটি তরঙ্গ সৃষ্টি হয় এবং
এই তরঙ্গ তার বেয়ে দুই প্রান্তের দিকে অগ্রসর হয় এবং পরিশেষে দুই প্রান্ত হতে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলিত তরঙ্গ ও মূল তরঙ্গের প্রকৃতি অভিন্ন থাকলেও তাদের মাঝে দশা পার্থক্য থাকে৷ এই দুটি তরঙ্গ মিলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ তারের বাইরে যায় না। তারের মধ্যে পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়।