HSC MCQ 2021 বাংলা প্রথম পত্র নৈর্ব্যক্তিক ২০২১ মডেল
১। ‘মিতা’ শব্দের সমার্থক শব্দটির সাথে কোনটি প্রযোজ্য?
ক) সহচর খ) শিষ্য
গ) গুরু ঘ) বন্ধু
২। ‘দেউল’ শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের কোনটি গ্রহণীয়?
ক) মানুষের মন
খ) মানুষের আত্মা
গ) আচলা
ঘ) মন্দির
৩। দোকানে কেন এ দর-কষাকাষি? এখানে দোকানে শব্দটি দ্বারা নির্দেশ করা হয়েছে—
ক) মানুষের মন
খ) অন্তরাত্মা
গ) বিভিন্ন ধর্ম
ঘ) পর্বতের গুহা
৪। ‘মরমি সাধক লালন শাহ কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না।’ উদ্দীপকের লালন শাহের মতো কাজী নজরুল ইসলাম বিশ্বাস করেন না—
ক) ঈশ্বরে খ) মানুষে মানুষে ভেদাভেদ
গ) মসজিদ-মন্দির ঘ) ধর্মগ্রন্থে
বাংলা প্রথম পত্র এমসিকিউ ২০২১
৫। বিশ্ব-দেউল শব্দ দ্বারা কোনটি নির্দেশ করা হয়েছে?
ক) মানুষের মন
খ) মহামানব
গ) সকল ধর্ম
ঘ) মক্কা-মদিনা
৬। ‘সাম্যবাদী’ কবিতায় প্রকাশ পেয়েছে-
ক) কবির ধর্মানুভূতি
খ) অসামপ্রদায়িকতা
গ) কবির আধ্যাত্ম্যবাদ
ঘ) কবির সহানুভূতি
৭। মানবহৃদয় কিসের প্রতীক?
ক) সাম্যের খ) ভ্রাতৃত্বের
গ) অসামপ্রদায়িকতার ঘ) পবিত্রতার
৮। ‘সাম্যবাদী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে সত্তার প্রকাশ ঘটিয়েছেন—
ক) উপলব্ধি খ) ভাব
গ) জীবনবোধ
ঘ) দার্শনিক
৯। সাম্যের গান গাই—এই সাম্য মূলত—
ক) ধর্মে ধর্মে
খ) কিতাবে কিতাবে
গ) জাতিতে জাতিতে
ঘ) মানুষে মানুষে
১০। কাজী নজরুল ইসলাম যে পত্রিকা সম্পাদনা করতেন তার অন্তর্ভুক্ত—
i. নবযুগ ii. ধূমকেতু
iii. শিখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। ‘সাম্যবাদী’ কবিতানুসারে মানুষের হৃদয়ে খুঁজলে পাওয়া যাবে—
i. তীর্থস্থান ii. ধর্মগ্রন্থ
iii. দেব-দেবতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১২। ‘সাম্যবাদী’ যে ধরনের রচনা—
i. নাটক ii. প্রবন্ধ
iii. কাব্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
শোন হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
১৩। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত কোন কবিতার?
ক) সেই অস্ত্র
খ) এই পৃথিবীতে এক স্থান আছে
গ) ঐকতান ঘ) সাম্যবাদী
১৪। উদ্দীপক ও উক্ত কবিতার কবি বিশ্বাসী—
i. মানবধর্মে
ii. মানুষের হৃদয়ে
iii. মানবজীবনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালে পাকহানাদার বাহিনী ধর্মের দোহাই দিয়ে বর্বরোচিতভাবে লাখ লাখ বাঙালি হিন্দু-মুসলমানকে হত্যা করে।
১৫। ‘সাম্যবাদী’ কবিতার আলোকে পাকহানাদার বাহিনীর মাঝে অনুপস্থিত-
ক) অসামপ্রদায়িকতা খ) ধর্মবিশ্বাস
গ) হিংসা-বিদ্বেষ
ঘ) পরোপকারিতা
১৬।উদ্দীপকের মতো প্রেক্ষাপটে ‘সাম্যবাদী’ কবিতায় কবি গেয়েছেন—
i. স্বাধীনতার গান
ii. ভ্রাতৃত্বের গান
iii. মুক্তির গান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
হিন্দু মেয়ে অদিতীর গুণে মুগ্ধ হয়ে মুসলমান সন্তান জোবায়েদ তাকে বিয়ে করলে জোবায়েদকে সমাজচ্যুত করা হয়।
১৭। ‘সাম্যবাদী’ কবিতার মতো জোবায়েদ—
ক) জীবনবাদী খ) নাস্তিক
গ) অসামপ্রদায়িক ঘ) সকল ধর্মে বিশ্বাসী
১৮। ‘সাম্যবাদী’ কবিতার আলোকে জোবায়েদকে বলা যায়—
i. অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী
ii. ধর্ম দিয়ে মানুষকে বিচার করেনি
iii. ধর্মের ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
শহরের বড় ব্যবসায়ী ব্রাহ্মণ সমপ্রদায়ভুক্ত বিশ্বজিৎ গ্রামে যাবার সময় দেখলেন এক দাড়ি-টুপিওয়ালা অতি বৃদ্ধ খুঁড়িয়ে অতি কষ্টে পথ চলছেন। তিনি লোকটিকে সযত্নে গাড়িতে তুলে তার বাড়িতে পৌঁছে দিলেন।
১৯। ‘সাম্যবাদী’ কবিতার সাথে কোন দিক থেকে শহরের ব্যবসায়ীটির সাদৃশ্য পাওয়া যায়?
ক) অসামপ্রদায়িকতা খ) জাত-পাত
গ) ধর্ম ঘ) মানবপ্রেম
২০। উদ্দীপক ও ‘সাম্যবাদী’ কবিতায় যে বিষয়টি বড় করে দেখানো হয়েছে-
i. ধর্ম
ii. মানুষ
iii. ভেদাভেদ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) ii ও iii
২১। ‘সাম্যবাদী’ কবিতার রচয়িতা কে?
ক) রবীন্দ নাথ ঠাকুর খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম ঘ) দিলওয়ার
২২। কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৩০৫ সালে
খ) ১৩০৬ সালে
গ) ১৩০৭ সালে
ঘ) ১৩০৮ সালে
২৩।কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
ক) ৪০ বছর
খ) ৪১ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর
২৪। কবি কাজী নজরুল কিসের গান গেয়েছেন?
ক) স্বাধীনতার খ) মুক্তির
গ) বিদ্রোহের ঘ) সাম্যের
২৫। শাক্যমুনি কোথায় ধ্যানে বসেছিলেন?
ক) হৃদয়ে
খ) নিজ ঘরে
গ) পাহাড়ের গুহায় ঘ) বনে
২৬। ‘ঝুট’ শব্দের অর্থ কী?
ক) অন্যায় খ) সত্য
গ) প্রতারণা ঘ) মিথ্যা
২৭। কবি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাবাকে হারান?
ক) ৫ বছর বয়সে খ) ৬ বছর বয়সে
গ) ৭ বছর বয়সে ঘ) ৮ বছর বয়সে
২৮। ‘শাক্যমুনি’ কে?
ক) বুদ্ধদেব খ) মহাদেব
গ) শ্রীকৃষ্ণ ঘ) যিশুখ্রিস্ট
২৯।মক্কা কোথায় অবস্থিত?
ক) ইরান খ) সৌদি আরব
গ) ফিলিস্তিন ঘ) সিরিয়া
৩০। চার্বাক ছিলেন—
এমসিকিউ সাজেশন উত্তরমালা ২০২১:
ক) হিন্দু খ) বৌদ্ধ
গ) জৈন ঘ) নাস্তিক
৩১। ‘গারো’ কিসের নাম?
ক) ধর্ম খ) জাতি
গ) শাস্ত ঘ) উপজাতি
৩২। ‘হিয়া’ শব্দের অর্থ কী?
ক) আত্মা খ) জীবন
গ) শরীর ঘ) হৃদয়
৩৩। ‘সাম্য’ শব্দের অর্থ বলতে বোঝায়—
ক) অসাম্প্রদায়িকতা খ) ভ্রাতৃত্ব
গ) অধিকার ঘ) সমতা
৩৪। ‘পথে ফোটে তাজা ফুল।’ এই পথ বলতে বোঝানো হয়েছে—
ক) মহামানব খ) মানুষের হৃদয়
গ) ধর্মগ্রন্থ ঘ) তীর্থস্থান
৩৫। ‘কন্দর’ বলতে বোঝানো হয়েছে—
ক) হৃদয় গুহা খ) তীর্থস্থান
গ) পর্বত গুহা ঘ) পবিত্র স্থান
৩৬। কোথায় জাতি-ধর্মের ব্যবধান মিশেছে?
ক) শাস্ত্রে খ) তীর্থস্থানে
গ) উপাসনালয়ে ঘ) মানুষের হৃদয়ে
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর – ১. ঘ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২.খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ।