1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলি কি কি

1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলি কি কি

এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো ছন্দ আকারে মনে রাখার উপায়

টিপস: যে কোন মৌলিক সংখ্যার উপর যেভাবেই প্রশ্ন আসুক না কেনো নিচের তালিকাটি আয়ত্ত্ব করে ফেলুন, তাহলে খুব সহজেই বের করে ফেলতে পারবেন। আবার অতি আত্নাবিশ্বাসীরা আয়ত্ত্ব না করে ও গুণে গুণে পরীক্ষার হলে বের করতে পারবেন, তবে এতে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই খুব সহজ মনে করে, ফেলে না রেখে গুরুত্ব দিয়ে মুখস্ত করে ফেলুন।

(Prime Number) মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকেই মৌলিক সংখ্যা বলে। যেমন: ৫,১১,৯৭ ইত্যাদি।

১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি বানান

➤ঋনাত্বক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এবং মৌলিক সংখ্যা ২ থেকে শুরু হয়।
➤জোড় মৌলিক সংখ্যা = ১ টি তা হল =২
➤যে সকল সংখ্যার একক স্থানে ১,৩,৭,৯ বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে।

এক থেকে একশ (1-100) পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হল:
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,5
9,61,67,71,73,79,83,89,97,,= 25 টি ।
টেকনিক ”
” 44-22-32-23-21″
মনে রাখার সহজ উপায়…..৪-৪২২-৩২২-৩২১

★2.3.5.7 =(1-10) =4
★11.13.17.19=(10-20) =4
★23.29 =(20-30) =2
★31.37. =(30-40) =2
★41.43.47 =(40-50) =3
★53.59. =(50-60) =2
★61.67. =(60-70) =2
★71.73.79. =(70-80) =3
★83.89 =(80-90) =2
★97 =(90-100) =1
১-১০০ এর মৌলিক সংখ্যার যোগফল -১০৬০
১-১০০ এর মধ্যকার সংখ্যার যোগফল -৫০৫০

1-10,D 11-20,D 21-30,B 31-40,B 41-50,C 51-60,B 61-70,B 71-80,C 81-90,B 91-100,A অর্থাৎ দিদি,বিবিসি,বিবিসি,বিয়ে ।DD,BBC,BBC,BA

মনে রাখার সহজ উপায়…..৪-৪২২-৩২২-৩২১

মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায় :-

১ থেকে ১০০ পর্যন্ত কথায় (বানান), সংখ্যা থেকে কথায় প্রকাশ

* মৌলিক সংখ্যা কি?

উত্তর :- ১ হতে বৃহত্তম যে সকল সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলা হয়।

নিচে মৌলিক সংখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল :-

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি

১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,89)
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)

মনে রাখার সুবিধার্থে : ৪৪২২৩২২৩২১ ফোন নাম্বার হিসেবে মনে রাখুন।

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল ১০৬০।

১ কি মৌলিক সংখ্যা, ০ কি মৌলিক সংখ্যা,মৌলিক সংখ্যা কি,মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র,মৌলিক সংখ্যা বের করার সহজ কৌশল,মৌলিক সংখ্যা বের করার নিয়ম,মৌলিক সংখ্যা বের করার সূত্র,মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি,মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায়,

About Post Author

Related posts