পদার্থের ধর্ম কত প্রকার ও কি কি?

পদার্থের ধর্ম কত প্রকার ও কি কি?

পদার্থের ধর্ম দুই প্রকার। যথা–

১. সাধারণ ধর্ম (General property) এবং
২. বিশেষ ধর্ম (Special Property)।
যে ধর্ম সকল পদার্থেরই কম-বেশি রয়েছে তাকে পদার্থের সাধারণ ধর্ম বলে। যেমন– ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা ইত্যাদি। আর যে ধর্ম সকল পদার্থের নেই তাকে পদার্থের বিশেষ ধর্ম বলে। যেমন– তারতা (Visco), পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা ইত্যাদি ধর্ম কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় দেখা যায়। এসব ধর্ম কঠিন পদার্থের বিশেষ ধর্ম। সান্দ্রতা (Viscosity) তরল ও বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। পৃষ্ঠটান বা তলটান (Surface Tension) তরল পদার্থের বিশেষ ধর্ম।

নিউক্লিওটাইড (Nucleotide) কাকে বলে? নিউক্লিওটাইডের কাজ কি?

About Post Author

Related posts